সবকথা ব্যক্ততার সংজ্ঞায় পড়ে না। সব প্রার্থনা নিজের জন্য আগলে রাখে কয় জনা!!! যা নিজের জন্য ভালো হবে বলে চাওয়া, তা অন্যের জন্যে আশা করাই মানবতা। ভুলে যাই আমরা এ অমোঘ সত্য। শুধু ব্যবধান গড়ে তুলি এক অন্যের সাথে...
তুমি শক্তিমান, তুমি মহান
শোনো, আমাদের প্রার্থনাঃ
যদি তুমি চাও,
তবে ঘুচে যাক
আমাদের এই ব্যবধান-
নিষ্ঠুর এই ব্যবধান...
ইস্নিপ্স অডিও লিংক
ইউটিউব লিংক (কৃতজ্ঞতা- হাসান মাহবুব)
আইমিম অডিও লিংক
ব্যবধান-ATR, একটি অপরিচিত ব্যান্ডের অসাধারণ একটা গান... হাসান মাহবুব... গান পাগল আমি ঢুঁ মারিঃ হু, একদম অপরিচিত ব্যান্ড, কিন্তু অসাধারণ কথাগুচ্ছ... সুর... কন্ঠে মানিয়ে গেছে অবলীলায়...
বলো বিধাতা, আমি একদম বুঝি না
সবাই এক সাথে হাসতে কি পারে না?
কেনো কারো চোখে আজ কান্না?
হাসি তুমি কি দেখতে চাও না!
এ তোমার কী সৃষ্টি বলো না...
কেউ অন্ন পদদলিত করে
আর কেউ দেখো দু'হাত পেতে ধরে
তাই দেখে মোর চোখের জল ঝরে
শ্রেণী বৈষম্যের কথা মনে পড়ে
এ তোমার কী দৃষ্টি দেখো না...
তুমি শক্তিমান, তুমি মহান
শোনো, আমাদের প্রার্থনাঃ
যদি তুমি চাও,
তবে ঘুচে যাক
আমাদের এই ব্যবধান-
নিষ্ঠুর এই ব্যবধান...
কেউ কাপড়ের প্রতিযোগীতা করে
আর কেউ এক কাপড়ে বছর ধরে
শুধু দেহটা ঢেকে রাখার তরে
এত ব্যবধান আমাদের সংসারে
এ তোমার কি সৃষ্টি বলো না...
শীতাতপ আজ শহরে নগরে ঘরে,
তবে কেন ওরা এভাবে শীতে মরে?
এই প্রশ্নের জবাব কি আছে তোমার?
এই আস্পর্ধা ক্ষমা করো আমার
এ তোমার কি দৃষ্টি দেখো না...
কতো শিশু যায় স্কুলব্যাগ কাঁধে করে
আর কতো শিশু ক্ষুধা মেটানোর তরে
শ্রম দিয়ে যায় সারাটা দিন ধরে
শিশুরাও কি ঐ বিভাজনে পড়ে?
এ তোমার কি সৃষ্টি বলো না...
আমাদের এই ছোট্ট খেলাঘরে
আর কতোদিন চলতে এভাবে পারে?
নেই বুঝি ওদের কোনো অধিকার?
এই ছিলো মোর আর্তচিৎকার
এ তোমার কি দৃষ্টি দেখো না...
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





