ফিরে আসা
কখোন ভাবিনি-
এভাবে ফিরে আসব,
তবু আমি এলাম।
অতি অনিশ্চয়তার দেয়াল টপকে-
অ-নে-কদিন পর-
এইসব পরিচিত বলযে- ... বাকিটুকু পড়ুন
কখোন ভাবিনি-
এভাবে ফিরে আসব,
তবু আমি এলাম।
অতি অনিশ্চয়তার দেয়াল টপকে-
অ-নে-কদিন পর-
এইসব পরিচিত বলযে- ... বাকিটুকু পড়ুন
ব্লগের সবকিছু দেখে আমার খুব ছেলেমানুষি মনে হচ্ছে। কাদের কে যেন ব্যান করে দিয়েছে। আর তারা স্ট্রাইক করেছে।
হি হি হি
হা হা হা
হি হি হি বাকিটুকু পড়ুন
বন্ধুবরেষু,
তুমি ভাল আছোতো?
আমি ভালই আছি।
তোমাকে চিঠি লিখব ভেবেছিলাম অনেক আগে
আর লিখা হলোনা
মুঠোফোন এসেগেল
তার ছাড়াই এপার ওপার পাড়িদিতে লাগল অপার ভালবাসা ... বাকিটুকু পড়ুন
কবিয়াল কে চেন কেউ? অবশ্য ব্লগে ওর নাম আছে কিবয়াল হিসাবে। মনেহয় কবিয়ালই লিখতে চেয়েছিল। আমার কাছে খুব চেনা চেনা লাগছে কিন্তু নিশ্চিত হতে পারছিনা। প্রায় ৩/৪ বছর আগে দেখা হয়েছিল। খুব মনে হয় ভাব! পাত্তা দেয়নি।
কেউ চিনলে অনুগ্রহ করে জানাউ। বাকিটুকু পড়ুন
ইইইইই-------------- আমি কাদঁছি- এইটা হইলো শিরোনাম।
কিন্তু কী পেপেপে দেখাচ্ছে!!!!!!! ফাউল!!!!!!
প্রায় একদিন হয়েগেল এখনও ১ম পাতায় আসতে পারলামনা। আমার এক বন্ধুকে জিগ্গাস করে জানলাম ২/১ দিনের মধ্যেই ১ম পাতায় একসেস দিয়েদেয়। কিন্তু আমাকে এখনো দিলনা। আমি কী অপরাধ করেছিলাম? ই ই ই ই ------------
একটা ব্লগ পড়ে ভাল... বাকিটুকু পড়ুন
আিম নতুন বেেল একটা মন্তব্যও করতে দিচ্চেনা!!!!!!!!!!!!!!!!!!!
এর একটা বিচার হওয়া উচিৎ।
আর ১ম পাতাটাও আমার নাগালের বাইরে রেখেদিয়েছে।
১ম পাতায় লিখতে কি টাকা লাগে? আমি এব্যপারে অজ্হ। কার কাছ খেকে জানতে পারি? যদিও বাঙলা লিখতে জানটা বেরিয়ে জাচ্ছে কিন্তু মনের কথাটা যথার্থ বলা যাচ্ছে এটা বেশ ভাল। তবে সং্গে ইঙরেজী থাকলেও... বাকিটুকু পড়ুন

