somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়লেমা _কারাতে

১৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক ব্যাপারেই আমার মধ্যে কিছু ডায়লেমা (সঠিক বাংলা কি দ্বৈত স্বত্তা?) বিরাজ করে, এমনকি কারাতের ক্ষেত্রেও। আমি খুব ভালবাসি কারাতের basics এবং kata (Grammar) প্র্যাকটিস করতে, কিন্তু kumite (Fighting) আমার বড়ই অপছন্দের। জানি না কেন, সবচেয়ে বড় শত্রু যে আমার তাকে আমার সামনে দাঁড় করালেও মনে হয় আমি আঘাত করতে পারবো না (মনে হয় এক্কেবারে মরিয়া হলে পারবো)। এও মনে হয় কারাতে'র একটি শিক্ষা যে অনাবশ্যকভাবে যেন অন্যকে আঘাত না করা হয়।

সাধারণত সবাই আত্মরক্ষার জন্যই কারাতে শিখতে আসে, আমার ব্যাপারটি তা ছিল না। ছোটবেলা থেকেই আমার মার্শাল আর্টের প্রতি দুর্বলতা ছিল যে কারনে তা হল reflex এবং flexibility। কারাতে যারা করে তারা এত দ্রুত movement করতে পারে, যা আমাকে খুব আকর্ষণ করত। যদিও বিটিভিতে মিঃ জাহাঙ্গীরের (চিত্র নায়িকা রাকা এর স্বামী ;) এবং যিনি কারাতে না বলে বলেন ক্যারাটে) কারাতে এর প্রোগ্রাম দেখেই আমার কারাতে শেখার আগ্রহ জন্মায় (আমাদের বাসায় ডিশের লাইন ছিল না ), আমার এই আগ্রহ আর কার্যকারণে রূপান্তরিত হয় নি। ভার্সিটিতে ৪র্থ বর্ষে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ভর্তি হলেও করতে পারি নি দূরত্ব আর পড়াশোনাজনিত চাপের কারণে, শুধু আমার কলেজ বন্ধু ইয়েন এর মারপিটের গল্প শুনেই সন্তুষ্ট থাকতাম যে ফার্মগেটের ভিড়ে সুযোগ নিতে চাওয়া ছেলেদের হাত মচকে দিতে পারত।

চাকরিতে যোগদানের পরই একদিন খোঁজ পেলাম বুয়েটের খুব কাছাকাছি কাঁটাবনের এক কারাতে ক্লাবের, বাংলাদেশ কারাতে দো। আওলাদ ভাই আর বকুল দা (বকুল আমার চেয়ে দুই বছরের ছোট ) শেখায় যেখানে অনেক যত্ন নিয়ে আর অনেকটুকু সময় নিয়ে। কারাতে ক্লাবে প্রথম যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশী মুগ্ধ করে তা হলো মানুষজন সবাই পরস্পরকে বো (মাথা নীচু করে অভিবাদন জানানো জাপানী স্টাইলে) করছে আর ক্লাবের নীতিমালা পালন করে চলছে। আশেপাশের সবাই যখন পরস্পরের দিকে মাথা নত করে অভিবাদন জানায় আর বাধ্য হয়ে চলে তখন আমি তো আর এর বাইরে যেতে পারি না। স্কুলে ফেলে আসা respect, discipline আর humility আবার ফিরে পেলাম কারাতে ক্লাবে। Sen pai (সিনিয়র ছাত্র) আর সিনিয়র বেল্টধারীদের জন্য শ্রদ্ধাবোধ করি, হোক না সে বয়সে আমার চেয়ে ছোট।



গতকাল আমার বেল্ট এক্সাম ছিল- অরেঞ্জ টু ম্যাজেন্টা বেল্ট। কাতা করে যখন ব্যাক করলাম- নাহিয়ানের চেহারা দেখে ভয় পেয়ে গেলাম, মনে হলো ওর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। আমার পরে ও ভর্তি হয়েছে ক্লাবে কিন্তু ইতোমধ্যে নয়টি কাতা নিজের ইচ্ছেতেই শিখে ফেলেছে সিনিয়রদের কাছ থেকে। ও যা এর মধ্যে অর্জন করতে পেরেছে তার নাম concentration আর focus। ও ওর কাজের মধ্যে একেবারে ডুবে যেতে পারে, তখন ওর আশেপাশের কিছুতে ওর হুশ থাকে না, কিন্তু ওর ঠিকরে বেরিয়ে আসা চোখ দেখে যে আমি আমার কাতায় Age Ude Uke করতে ভুলে গেলাম- সেটা ঠিকই বুঝতে পারল। ও সম্পূর্নরূপে concentrate করতে পারে ওর কাজে আর ওর আছে আত্মবিশ্বাস যা ওকে দিয়েছে কাতা- কাতা হলো কতগুলো ধারাবাহিক movement - দেখলে অনেক সময়ই মনে হয় choreograph করা কোন নাচ। মন অস্থির থাকলেই আমি কাতা প্র্যাকটিস করি, মন শান্ত হয়ে যায়।



পিউলীকে জিজ্ঞেস করেছিলাম ও কেন কারাতে শিখতে আসল- কারণ একটাই এবং সবচেয়ে বড় আর জরুরী কারণ আত্মরক্ষা। হ্যাঁ, ও কারাতে কিছুদিন আগে প্রয়োগও করেছে ফ্যান্টাসী কিংডম এ, চিরাচরিতভাবে ওকে উত্যক্ত করছিল এরকম এক ছেলের সাথেই। ওর কথার ধরনে আমি হেসে ফেললাম- ছেলেটা নাকি ouch বলে ধা করে পালায়। আমি নিজে শিক্ষকতা করলেও বকুলদা ফাইটিং এ আমাকে আমন্ত্রণ জানালে ঠিকই চরম ফাঁকিবাজ ছাত্রটার মতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি । কিন্তু পিউলী খুব উপভোগ করে ফাইটিং এর টেকনিকগুলো, ওর কারাতে করার মধ্যে একটা rhythm আছে যা আমাদের আনন্দ দেয়। তবে এখন যতই ফাঁকিবাজি করি না কেন জানি আমার DSLR ক্যামেরাটা কেউ ছিনতাই করতে আসলে আমি তাকে ছেড়ে দেব না, mae giri (front kick : সামনে থেকে লাত্থি ) আর mao she giri (side kick : পাশ থেকে লাত্থি )দেখিয়ে দেব (বকুল দা বলেছেন আমার পায়ের কাজ ভাল :) আর কিছু দিন আগে ইশতিয়াকের DSLR ছিনতাই হওয়ার পর আমি আরো মরিয়া- ইশতিয়াক কারাতে জানে না ।

balance আর control শেখায় কারাতে। সুন্দর মানসিক আর শারীরিক ভারসাম্য আনে, শেখায় motion এ থাকার সময় কীভাবে ভারসাম্য বজায় রাখতে হয়, কীভাবে control করতে হয় ক্রোধ আর জয় করতে শেখায় অহেতুক ভয়। বকুলদা র সাথে ফাইট করার সময় আমি খুব secured অনুভব করি, জানি অনেক শক্তির অধিকারী হয়েও উনি আমার উপর তার অপব্যবহার করবেন না, বরং আমাকে আঘাত থেকে রক্ষা করে সঠিক শিক্ষা দেওয়াই যে ইন্সট্রাক্টর এর কাজ। আমি জানি আমার সীমাবদ্ধতা আর সাথে সাথে জানি আমার goal। কারণ কারাতে যে শিখতে আসে তার সামনে একটা উদ্দেশ্য থাকে - black belt, প্রতি মুহূর্তে সে সামনাসামনি হয় নতুন কোন চ্যালেঞ্জের,ম্যাজেন্টা বেল্টের পর আমার সামনে এখন গ্রীন বেল্ট।

পরশু বা তার আগের দিন দেখি নাহিয়ান খুব হাস্যকরভাবে বেসিক করছে, কারণ মারপিট করে ব্যাথা পেয়েছে সে। শুনে আমি একটু নেগেটিভ ভাবেই বলতে যাচ্ছিলাম- পোলাপাইনের এটাই হল প্রবলেম, কারাতে শিখলেই............। কিন্তু তাকি (বুয়েটে আমার ছাত্র কিন্তু কারাতে ক্লাশে আমার সিনিয়র , যার সাথে বুয়েটে দেখা হলেও আমরা পরস্পরকে বো করি ) আমাকে যা বলল- তার সারমর্ম এই রূপঃ স্কুলের কিছু বাচ্চা বান্দর পোলাপান ওর বাসার নীচে দাঁড়িয়ে সিগারেট ফুঁকে, ও কয়েকবার মানা করার পরেও না শুনে ওর সাথে খারাপ ব্যবহার করে। ওর বাসার নীচে দাঁড়িয়ে সিগ্রেট খায় আবার ওকে বলে- আফনের কী সমস্যা? ও উচিত শিক্ষা দিয়েছে ওগুলোকে একাই (পোলাপাইনগুলা মনে হয় ভাবসিল ওকি একা ওদের তিনটার সাথে পারবে!! হায় রে বলদ!!)। হুমম, কারাতে মানুষকে শেখায় নেতৃত্ব (নাহ, বাংলাদেশের ফাউল নেতাগুলার মতো না), আমি তাকি কে ক্লাবে দেখে অবাক হয়ে যাই, সুন্দরভাবে সবাইকে অর্গানাইজ করে ক্লাবের নানা সমস্যা সমাধান করার চেষ্টা করছে ও, আর সবাই তাকে সাহায্য করছে।

প্রতিদিন সকালে কারাতে করে এসে ফ্রেশ হয়ে এক কাপ কফি দিয়ে ফুরফুরে হয়ে শুরু হয় আমার দিন। কারাতে শারীরিকভাবে মানুষকে শক্তিশালী করার সাথে সাথে মনের দিক থেকেও করে তোলে অপরিমেয় শক্তির অধিকারী। কারাতে এখন আমার কাছে নামাজের মতোই- যেদিন নামাজ পড়ি না আমার মন খুব অস্থির হয়ে থাকে, কারাতে যেদিন বাদ যায় সেদিনের শুরুতেই গলদ থেকে যায়। কারাতে করার পর ফুরফুরে শরীর আর মন নিয়ে দিনটা শুরু করলে যেন সব কাজই ছন্দময় হয়ে যায়, অদ্ভুত রকমের প্রশান্তি বিরাজ করে সারাটা সময়।
------------------------------------------------------------------------

কারো কারাতে শেখার ইচ্ছা থাকলে এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আমাদের ক্লাবের তথ্য- http://www.karate.noorsobhan.com/

কারাতে সম্পর্কিত কয়েকটি লিঙ্ক
Click This Link
http://www.youtube.com/watch?v=wk9Y12qn1ck
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ২:৩৬
৫২টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

জামায়াত শিবির রাজাকারদের ফাসির প্রতিশোধ নিতে সামু ব্লগকে ব্লগার ও পাঠক শূন্য করার ষড়যন্ত্র করতে পারে।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৯


সামু ব্লগের সাথে রাজাকার এর সম্পর্ক বেজি আর সাপের মধ্যে। সামু ব্লগে রাজাকার জামায়াত শিবির নিষিদ্ধ। তাদের ছাগু নামকরণ করা হয় এই ব্লগ থেকেই। শুধু তাই নয় জারজ বেজন্মা... ...বাকিটুকু পড়ুন

হাওরের রাস্তার সেই আলপনা ক্ষতিকর

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের ইতিহাসে দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের ‘অলওয়েদার’ রাস্তায়। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×