ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ নাও বই খুজে
ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।
সুখ-আনন্দ, কবিতা ছন্দ
একই কথা দুই সুরে ... বাকিটুকু পড়ুন
ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ নাও বই খুজে
ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।
সুখ-আনন্দ, কবিতা ছন্দ
একই কথা দুই সুরে ... বাকিটুকু পড়ুন
জানি মরতে হবে
তবুও মরার সময় নেই
মরনকে জয় করতে হবে
মানুষের তরে কিছু করতে হবে।
মনযে আমার গরম বাতাসে
এলোমেলো দোল খায় ... বাকিটুকু পড়ুন
, একাকী জীবন
কতযে বিষাদ
কতযে ব্যথার
কে বুঝিবে ভাই
যে একলা থাকে নাই।
পিতা মাতা, ভাই বোন ... বাকিটুকু পড়ুন
মোনাজাতে ভাবছি বসে
কোনটারে আজ চাই
কোনটা ফেলে
কোনটা পেলে
ধন্য জীবনটাই,
ভেবে কুল না পাই,
তাই- ... বাকিটুকু পড়ুন
ভেবেছিনু এ দুঃসহ গরমের পরে
বৃষ্টি আসিবে-
বৃষ্টি এলোনা।
হায়- ঋতু চলে যায়।
অর্ন্তযামী হে
কতকাল আর আখি ঘামিবে? ... বাকিটুকু পড়ুন
গিয়েছিলাম সেথা
দেখিলাম তারে,
হৃদয় রহিবে আর
কত অনাহারে...?
কান পেতে রয় সে
বলি নাতো কিছু ... বাকিটুকু পড়ুন
আমি সতিচ্ছেদে চরিত্র খুজিনা
দেহটাই চরিত্রের পুজি না
ব্যবহারে যে বিত্তবান
সেইতো চরিত্রবান।
যে জন দেয় না ধোকা
বানায় না বোকা ... বাকিটুকু পড়ুন
ছাতকের চাতকি
মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে... ... বাকিটুকু পড়ুন
এসো
হাত রেখে হাতে
এই কাল রাতে
করি বল বৃদ্ধি।
দুই চার ছয়
করি সঞ্চয় ... বাকিটুকু পড়ুন
খুলিয়া দাওগো খাচা
খুলিয়া দাওগো খাচা,
উড়ায়ে দাওগো পাখি
থাকিতে চাহেনা যে,
তারে কেমনে ধরে রাখি। ... বাকিটুকু পড়ুন