১. শোভন, আমার প্রথম হাজবেন্ড। আমি মোটামুটি বউয়ের আদর ওর মার কাছ থেকেই পেয়েছিলাম
আমার শ্বাশুড়ীটা অনেক ভাল ছিলেন। তবে জামাই ছোড়াটা ছিল বদের কুচকুইচ্চা হাড্ডি
শুভকে জিজ্ঞসে করলে বলে "হুম আমি মালছি"
জল্লাদটা আসলে মাথা খারাপ করে ফেলে, কিন্তু এখন অনেক দিন দেখিনা, খারাপ লাগে।
২. চয়ন, এটা জন্মের পরে এক বছর পর্যন্ত বেশ ভালছিল। তার পর....
চরম দুষ্টুমী করত। ওর জন্য অবশ্য আরো অনেকেই বুকিং দিয়ে রেখেছিল। আমি মনে হয় দুই/ তিন নম্বর ছিলাম
কবে আসব জিজ্ঞেস করলে বলে "পশুদিনকে(পরশু) আইসো"
এখন নাকি অনেক দুষ্টু হয়েছে। কবে থেকে যে দেখি না
৩. মুজাহিদ, আমার শেষ জামাই, যদিও আমি ওর প্রথম বউ
রোজার মধ্যে একদিন ইফতারী দিতে গিয়েছিলাম তখন ই শেষ দেখা। ওর এখন নতুন খেলা নাকি বাথরুমে গিয়ে শুয়ে পরে পা নাচান
একদিন ও আমাকে সুন্দর করে একটা মিতু দিয়েছিল
এখন পঁচা হয়ে গেছে। কোলে থাকতে চায় না
বউরে ত আদর করেই না বউ করতে চাইলে সেটাও নেয় না
মুজাহিদ তাড়াতাড়ি হাটা শেখো, কথা বলা শেখো। সেই দিনটির অপেক্ষাই করছি যেদিন তুমি হাটি হাটি পা পা করে আমাদের বাসায় আসবে। সব সময় শুভ কামনা তোমার জন্য।
চয়ন বাবু মারা-মারি, বকা-বকি না করে পড়া শুনা কোরো
শোভন তোমার জন্য একটাই শুভকামনা তোমাদের আগের দিনগুলো যেন ফিরে আসে। আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল তোমাদের জন্য
যদিও পড়েই বোঝা যায় তার পরও আপনাদের জ্ঞতার্থে বলছি আমার তিন জামাই র প্রথম জনই মনে হয় পাঁচ বছরের বুড়া বাকী সবাই আরো কম...
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



