লক্ষহীন প্রান্ত.......
সাধ মিটে না; মিটাইবার ইচ্ছাও নাই। কি সাধ তাহাও হয়ত ভালো বুঝিতে পারি না. তথাপি কাতর হ্রদয় কি একটা অতৃপ্ত আকাঙখায় সকল সময় হা হা করিয়া উঠে।কি য়ে হয়, কেন যে অদৃশ গতি ঐ লক্ষঃহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্নয় করা যায় না....।
বাকিটুকু পড়ুন

