কওমি মাদরাসা ও আমরা
কওমি মাদরাসা। নববী আদর্শের ডামিতে নির্মিত এক দরসগাহের নাম। পূর্ন আলোয় বিকশিত এ দরসগাহগুলো আজ চতুর্দিক থেকে নিক্ষিপ্ত তীরে রক্তাত্ত। কালের চক্রে এসে শিক্ষালয়গুলো আটকে গেছে একদল আঁতকে উঠা ভ্রু কুচকানো প্রাণীর হাতে । তিমিরে আচ্ছন্ন এলিট সমাজের কাছেও তার অবস্থন প্রশ্নবিদ্ধ। তাছাড়া খোদায়ী শিক্ষাবিরোধী পন্ডিতদের মুখরোচক নানান দালালীবুলী তো... বাকিটুকু পড়ুন

