অন্ধবিশ্বাস
জানালা গলে আলোর পথে মুখ ছোঁয়াতে চাই না।
আমি ধূর্ত বাতাসের ধূলিকণার সাথে পরিচিত নই, তাকে বিশ্বাস করি এবং প্রাণ ভরে শ্বাস নিই।
আলোর সরলতা দেখে এড়িয়ে চলি মুচ্কি হেসে।
আমার নিশ্বাসে ঢুকে পড়ে ধূলিকণা, বের হয় প্রশ্বাসে ধূলিকণা ;
ধূলিকণার পাহাড় জমে ফুসফুসে।
কিন্তু, একটি ধূলিকণাকেও আমার অচেনা মনে হইনি! ... বাকিটুকু পড়ুন

