জয়িতা -০৪
অস্থির সময়ে
মুখগুজে পরে থাকি
শহুরে ভালোবাসায়,অসীম উষ্ণতায়
সাড়ে তিন হাত শরীরের
অলিগলি জুড়ে থাকে
একটি নাম ‘জয়িতা’ ... বাকিটুকু পড়ুন
অস্থির সময়ে
মুখগুজে পরে থাকি
শহুরে ভালোবাসায়,অসীম উষ্ণতায়
সাড়ে তিন হাত শরীরের
অলিগলি জুড়ে থাকে
একটি নাম ‘জয়িতা’ ... বাকিটুকু পড়ুন
মৌনতার দেয়াল ভাঙবো বলে
ছুঁয়েছি জয়িতার শরীর
উঠেছি স্বপ্নচূড়ায়
সবই ক্ষণস্থায়ী জেনেও
যাযাবর পথিক হয়ে
ছুটেছি অবাধ আকাঙ্খায়
ভুলে গেছি সমাজ, সংস্কার, পাপ, পূণ্যবোধ ... বাকিটুকু পড়ুন
মেলে ধরা করতলে
আকাশ দেখবো বলে
স্বপ্ন সাজাই।
কিন্তু আকাশ মেঘলা
বুকের পাঁজরে টনটনে ব্যথা
তাইতো চুপসে যাই
ফিরে যাই জয়িতার মাঝে ... বাকিটুকু পড়ুন
চোখ মেলে তাকাতেই দেখি বিষাদগুলো উড়ে যাচ্ছে দখিনা বাতাসে গা এলিয়ে। আমাদের সারা শরীরে তখন আগুন! মৌনতায়-মগ্নতায় কখন যেন গেঁথে গেছি একই সুতোয়।
জয়িতার শরীর ছুঁয়ে
ক্রমাগত ইচ্ছেরা
ডানামেলে অনন্ত আকাশে
স্বপ্নডানায় ভর করে ... বাকিটুকু পড়ুন
অমরত্বের লোভে কেউ কেউ বাঘ শিকারে ঢুকে পড়েছে গহীন অরণ্যে। অথচ তারা ঠিকমত তীর ছুঁড়তেই শেখেনি! বাকিটুকু পড়ুন