নীল আকাশের খোঁজে
মাঝে মাঝে ভাবি, আকাশকে আমরা কত কাছে দেখি, তারপরও তো আমরা আকাশ ছুঁতে পারিনা, আকাশ কখনো ছোঁয়া যায়না। নীল আকাশের দিকে দু'চোখ মেলে তাকালেই মনে হয়, আহা! এই নীল আকাশটাকে যদি ছুঁতে পারতাম, তবে কতই না ভালো হতো, দুঃখ,কষ্ট,জরা,জীর্ণতা সবকিছু সেই নীল আকাশে মিশিয়ে দিতে পারতাম। কিন্তু আসলে তো আমরা... বাকিটুকু পড়ুন
৫ টি
মন্তব্য ১৯৩ বার পঠিত ১

