ফেলানী হত্যাকান্ডের সময় যখন আমি ভারতীয় পণ্য বর্জনের কথা বলেছিলাম তখন আমাকে অনেকেই নানান নীতিবাক্য শুনিয়েছিল। বলেছিল ভারতের আচল ছাড়া আমরা বাচতে পারবোনা। কিন্তু আমি তখন বলেছিলাম দরকার হলে একেকবেলা না খেয়ে থাকবো তবুও তো কারো গোলামী করা ছাড়া মাথা উচু করে বেচে থাকবো। আবারও বলছি। আসুন সবাই মিলে আগামী ফেব্রুয়ারী মাসজুড়ে ভারতীয় সব ধরণের পন্য এবং সেবা বর্জন করি।
১। প্রথম পদক্ষেপ হলো সব এয়ারটেল সংযোগ আমরা একমাস বন্ধ রাখবো। এয়ারটেল নম্বরের ইনকামিং কল রিসিভ করলে স্পষ্ট জানিয়ে দিবো এয়ারটেলের প্রতি বীতশ্রদ্ধার কথা।
২। দ্বিতীয়ত আমরা আমাদের পরিচিত দোকানীদের অনুরোধ করতে পারি তাদের দোকানে থাকা সমস্ত ভারতীয় পন্য ডিলারদের নিকট ফেরত দেয়ার জন্য। তাদের বুঝিয়ে বলতে হবে কেন এটা প্রয়োজন। অন্তত একমাস কোন ধরনের ভারতীয় পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ করতে হবে।
৩। আমরা ইন্ডিয়ান কোন পন্য কিনবোনা এবং অন্যদেরও এ ব্যাপারে নিরুৎসাহিত করবো।
৪। পরিচিত ক্যাবল অপারেটরদের অনুরোধ করতে হবে অন্তত একমাসের জন্য হলেও ভারতীয় চ্যানেল চালানো বন্ধ রাখতে হবে।
এধরণের আরো আইডিয়া শেয়ার করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


