এভারেস্টজয়ী ব্রিটিশ পর্বতারোহীর মৃত্যু
পিটার কিনলখ নামের এক ব্রিটিশ পর্বতারোহী গত ২৫ মে বিকেলে এভারেস্ট জয় করেন। পরের দিন এভারেস্ট থেকে নামার সময় তাঁর মৃত্যু হয়। সঙ্গীরা তাঁর মৃতদেহ নামাতে পারেননি।
তার ক্লাব সামিটক্লাইম্ব এক বিবৃতিতে জানায়, কিনলখ তাদের দলের সম্ভাবনাময় সদস্য ছিলেন। তবে এ বিবৃতি তাঁর মৃত্যু সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেনি।
কিনলখের মৃতদেহ... বাকিটুকু পড়ুন

