একরাত তারা রা হোক শিউলি হাতে
এখানে ওখানে শাদা শাদা সুর
বর্ণমালার শ্লেট পাহাড় ভাঙুক
আমরা তোমার মুগ্ধ দর্শক হবো।
চাঁদ নামুক বুনোহাঁস ঘাসের বুকে
এখানে সেখানে পদচিহ্ণ রা
দৃপ্তশিখা জ্বলুক প্রতি টি শ্লোগানে
আমরা তোমার মুগ্ধ শ্রোতা হবো।
বালিয়াড়ি তীর ভেঙে অচেনা সৈকত
পাথর খন্ডন হোক হাতের চাপে
সামাজিক মরিচিকার উর্ধে উঠে
আমরা তোমার নিবিড় বন্ধু হবো।
{নিবিড়।ব্লগার পল্লী বাউল এবং মনপুরা ভাবীর দুষ্টু,ফাজিল এবং কিউট স্মার্ট বয়।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



