থামো!
বুকের সড়কে লাল সংকেত জ্বলছে
থামাও তোমার গতির আস্ফালন
থামো!
মোড়ের পাশে অন্ধ দোকানদার
পসরা সাজিয়ে বসে আছে ফুল ও চুম্বনের
এক গেলাস গরম চুম্বন চলো ভাগাভাগি করি পান
তোমার জন্য সড়কবাতি অনন্তকাল লাল
এখানেই হঠাৎ থামো আর থেমেই থাকো
স্পিডোমিটারে উঠে যাক সঙ্গমের পাঠ
থামো!
সবুজবাতি জ্বলার আগেই অন্তত এক গেলাস চুম্বন
পরের গতিরোধকে না হয় স্পিডোমিটার!
থামবে কি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




