কিছুক্ষণ আগেই একটি সর্বনাশা পোস্ট দেখলাম যার লেখক ছিলেন জনাব সর্বনাশা । তার যেই বিষয় ইভ টিসিং সেটি অত্যন্ত গুরত্বপূর্ণ
এবং যেই ঘটনা তিনি বর্ণনা করলেন মেয়েটির সাথে ঘটেছে তাও অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শাস্তিউপযোগ্য কিন্তু এর চেয়েও দুর্ভাগ্যজনক হলো যেভাবে তিনি ঘটনার বর্ণনা প্রদান করলেন একটি বিশ্ববিদ্যালয়কে একঘরে করে দিয়ে ।
আমি ব্যক্তিগত ভাবে প্রায় ৮ থেকে ১০ টি বিশ্ববিদ্যলয়ের ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় আছে এর ভিতর বড় ছোট প্রায় সব গুলু বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমার জানা আছে কিন্তু হয়তবা ULAB সম্পর্কে একটু বেশিই জানি কেননা এক বছরের মত সময় ওই বিশ্ববিদ্যলয়ের প্রাঙ্গনে কাটিয়েছি ।
সর্বনাশা ভাইয়ের এই ব্লগে ৬৫০ টিরও অধিক মন্তব্য দেখলাম যার মধ্যে ওই ঘটনার সম্পর্কিত মন্তব্যের চেয়ে বিশ্ববিদ্যালয়টির নামে গালি গালাজই বেশি লক্ষ্য করা যায় যেটা কিনা হওয়া উচিত নয় । কিছু অমায়েক মন্তব্য দেয়া হলো নিচে
----বেসরকারী বিশ্ববিদ্যালয় মানে অবৈধ প্রেমের আস্তাচল
----- ওরা যদি কোন মাদরাসার ছাত্র হত, তাহলে ভর্তা বানিয়ে ছাড়তাম।
------ ইউল্যাবের (ULAB) স্টুডেন্টরা হল মানসিক ভাবে খুবই দৈন্য. এদের পর্যাপ্ত মেধা নেই ভালো সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবারএদের বাপ-মায়ের পর্যাপ্ত টাকাও নাই বিদেশে কিংবা দেশের কোন ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ দেবার.উনারা লিবারেল আর্টস পরেন সবকিছুই একসাথে পড়েন কিন্তু কিছুই শেখতে পারেননা তারা হুদাই সার্টিফিকেট এর জন্য পড়ালেখা করেন
-------এইগুলোরে ভার্সিটি কয়? ইউল্যাবের কোন পোলাপান ভার্সিটি বানান ইংলিশে এক চান্সে বলতে পারলে সার্টিফিকেট যা আছে আমার তা বিসর্জন দেব।
------ ফকিরন্নি ভার্সিটি, মহাখালীর চিপা থেকে ধানমন্ডি এসে মনে করসে জাতে উঠে গেছে। এই সব কুলাংগার ভার্সিটির জন্যই অন্যান্য প্রাইভেট ভার্সিটির সুনামহানি হয়, ব্র্যাক, এন এস ইউ, এ আই ইউ বি নিয়ে কেউ এগুলো বলতে পারবে? অথচ ২ মাস আগেও বনানী তে ২ টা ফালতু ইউনি এর মধ্যে মারামারি লেগেছিলো। কিন্তু একই স্থানে এন এস ইউ থাকতে কোন অরাজকতা হয়নি। এই সব নিম্ন শ্রেনীর প্রাইভেট ভার্সিটি বন্ধ করে দেয়া একান্তই জরুরী।
একটি কথা ভুলে চলবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কখনো কোনো শিক্ষার্থীকে অসত কাজ করার শিক্ষা দেয় না এখন সেটা হোক না ULAB অথবা AIUB, NSU । তাহলে আপনারা কেন ওই প্রতিষ্ঠানটিকে দায় করছেন এই ঘটনার পিছনে ?যা ইচ্ছে বলে যাচ্ছেন একেকজনে মনে হচ্ছে প্রতিষ্ঠানটির প্রনোদনায় ওই ছাত্র গুলি এই কাজ করেছে ।
আপনাদের প্রতিটি মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের কি পরিমান ইমেজ ক্ষতিগ্রস্থ হচ্ছে একবার ভেবে দেখেছেন ? বাদ দেন প্রতিষ্ঠানের ইমেজ ছাত্র ছাত্রীদের এবং শিক্ষকের কি পরিমান মানহানি হচ্ছে একবার ভেবে দেখেছেন ?
আসেন আপনি আমি নিজে দায়িত্ব নিযে কালকে সকালে কেম্পাসে যাই এবং তাদেরকে খুঁজে বের করি বিশ্বাস করুন যথেষ্ঠ প্রমান এবং যদি দেখে সনাক্ত করা যায় তাহলে এক ঘন্টাও লাগার কথা নয় কিন্তু সমস্যা হলো লেখক সর্বনাশা আমাদের উপর দায়িত্ব দিয়ে গায়েব হয়ে গিয়েছেন এবং নানা উপ্দেত দিয়ে বেড়াচ্ছেন . যাই হোক আমার অবস্থান এখানে হওয়ায় আমি কাল যাব এবং নিজে জানব কি হয়েছে
ঘটনার সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে ULAB এর মিডিয়া স্টাডিস এন্ড জার্নালিজম বিভাগের সিনিয়র লেকচারার Imtiaz A. Chowdhury বলেন I am a Senior Lecturer in the Media Studies & Journalism department of ULAB. I have been teaching at ULAB for more than 3 years. In my personal experience; along with accounts of numerous faculties (who teach part-time in ULAB coming from the industry or other reputed universities), ULAB has the most well-behaved students as compared to most universities (if not all). It seems unlikely that the student I personally know would be involved in an activity such as this. However, not all fingers are the same length & it's not impossible for some of the apples-in-the-basket to be rotten.Therefore, as a FACULTY member of ULAB, I would like to invite the victim-blogger of this post to visit ULAB. I will PERSONALLY meet him and try to find out who this miscreants are. I'm sure my students would come out of their way to help you identify them.
আর শেষ করার আগে বলছি , এখানে সুজুগে কিছু সনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে (DU, JU,NSU,AIUB,BRAC) অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেভাবে অপমান করার চেষ্ঠা চালনা করা হচ্ছে তা অবশ্যই নিন্দনীয় . এবং আমার ধারণা যে এই প্রতিস্থান্গুলুতে কোনদিনই অন্যকোন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে অপমানজনক কিছু বলার মত শিক্ষা দেয় না
শেষ একটা কথা না বললেই নয় জানি না এর পর আমি আর জেনারেল থেকে সেফ হতে পারব কিনা কিন্তু তবুও বলব । আমি জানি না করা এই বিশাল ব্লগের মডারেটর কিন্তু একটি স্পর্শ কাতর এবং সাথে সাথে হাজার হাজার শিক্ষার্থীর মানসম্মানের সাথে গোরিত একটি বিষয়কে বিষয়কে স্টিকি পোস্ট বানিয়ে তারা শুধু মাত্র তাদের যোগ্যতাকে এবং দুরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করলেন না বরং এই ব্লগের এর মানকেও প্রশ্নবিদ্ধ করলেন
নিচে আরো একটি লিঙ্ক যোগ করা হলো যে ঘটনার প্রত্যক্ষদর্শী
Click This Link
যদি কেও আমার সাথে আসতে চান তাহলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন
[email protected]
Mosiur Rahman
American International University Bangladesh
Department of English
7th semester
please try to ignore slang words
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



