বাংলাদেশে প্রায়ই কিছু অর্ধশিক্ষিত পাগলের আভির্ভাব হয় যারা কিনা দুনিয়ার সব সুত্রকে ভেঙ্গে আজগুবি সুত্র আবিস্কার করে, যার মাধ্যমে আমাদের অন্ধকারের সমস্যা মিটাইয়া দিবেন। আর এ সব পাগলা বিজ্ঞানীদের উপস্থিতি বাংলাদেশেই বেশী পাওয়া যায়। কোন input ছাড়াই output ? ব্যাপারটা এরকম চাল ছাড়াই পানি সহ কড়াই উনুনে দিয়েই ভাত রেধে ফেলবেন কোন এক অলৌকিক উপায়ে!
আর আমাদের পত্রিকা সমূহেরও কোন আক্কেল নাই, এইসব খবর খুব আগ্রহ সহকারে প্রকাশ করে থাকেন, যেমন শীর্ষনিউজ প্রকাশ করল (১৬/০৭/২০১১) এ এভাবে-
"নতুন উদ্ভাবিত প্রাকৃতিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি 'বোরাক' কোনো প্রকার জ্বালানি ছাড়াই বছরের পর বছর বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। যা দিয়ে ঘর গৃহস্থালির চাহিদা পূরণ করে চালানো যাবে শিল্প-কারখানাও। নিজের উদ্ভাবিত নতুন বিদ্যুৎ প্রযুক্তির এমন বর্ণনাই দিলেন উদ্ভাবক মোহাম্মদ আল-আমীন। আজ শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদ সম্মেলনে এমনই দাবি করেন তিনি।"-নতুন এই পাগলের নাম আল-আমীন যিনি নিজেকে গবেষক বলে দাবী করেন।
এর আগে ২০০৮ সালে বিজ্ঞানী গিয়াসউদ্দিনের একই ধরনের আবিষ্কার নিয়া ঢাকার দৈনিক সমুহ বেশ মাতামাতিই করেছিল, এরপর আর কোন খবর নাই। এদের উদ্দেশ্য কিছু হাতিয়ে নেয়া দাতা সংস্থা সমূহ থেকে, তা মোটামুটি পরিস্কার। তাই এদের থেকে সাবধান!
তবে কেউ যদি বলে, আমরা efficiency বাড়িয়ে বেশী বিদ্যুৎ উৎপাদন করব বা ভিন্ন কোন সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন করব সেটা ভিন্ন কথা এবং তা সম্ভব । তবে ঐসব তথা কথিত পাগলেদের কোন জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপাদন থেকে সাবধান!
সূত্র: Click This Link
বিঃদ্রঃ বানানে ভুল গুলা দয়াকরে শুদ্ধ করে পড়ে নিবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




