অতি কষ্টের টাকা দিয়া একটা প্যাড আনিয়েছিলাম। কয়েকদিন ব্যবহারের পর আনলক প্যাটার্নটা ভুলক্রমে কয়েকবার দিয়েছি। ফল যা হবার তাই হলো। লক হয়ে গেল। এখন ই-মেইল এড্রেস আর পাসওয়ার্ড চায় আমি এর কিছুই জানিনা।
এখন এটা কীভাবে আনলক বা ওপেন করতে পারি ? দয়া করে কোন ভাইয়া পরামর্শ দিবেন।