somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্ঘুম/নিঝুম রাতের গানগুলো......১

০৯ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা তিনপর্বের সিরিজ বানানোর ইচ্ছা আছে এই পারপাস, তাই ১ দিয়ে লিখলাম, জানিনা পারব কিনা। নির্ঘুম, গভীর রাতে শোনা প্লে-লিস্টগুলোর গান কয়েকটা হয়ত ফোকাস করব এখানে, প্রায় সবই পোস্ট গ্রান্জ আর অল্টারনেটিভ রক, দুয়েকটা এক্যুস্টিক আর হার্ড রকও আসবে...তবে অবশ্যই- আমার প্লে-লিস্ট;) ঘুম টোটালি কাটানোর গানও থাকবে দুয়েকটা;)


System of A Down – Lonely Day
ফাস্ট থিং ইস ফাস্ট! সিসটেম অফ এ ডাউন আবার জোড়া লেগেছে !:#P !:#P , গত বছর বেশ কয়েকটা কনসার্টও করেছে, এরমধ্যে রক এম রিং-ও আছে। এইবছর একটা এলবাম বের করার ইচ্ছে আছে ওদের, খুবই আশায় আছি। ওদের নিয়ে একটা ডিটেইলস পোস্ট আছে আমার মেটাল সিরিজে


২০০৫ সালে বের হওয়া লাস্ট এলবাম হিপটোনাইজড-এর সেকেন্ড সিঙ্গেলস ছিল লোনলি ডে, একটা অল্টারনেটিভ রক, মালাকিয়ানের লেখা। সিসটেম অফ এ ডাউনের এই গানটা অল্প কয়েকটা গানের একটা যেখানে মালাকিয়ান লীড ভোকাল। গানের শেষদিকে মালাকিয়ানের সাথে টানকিয়ানও গীটার বাজিয়েছেন, ওদের অল্প কয়েকটা গানের একটা যেখানে ডুয়াল লীড বিদ্যমান, কনসার্টে অবশ্য টানকিয়ান কীবোর্ডে থাকেন। আর দশটা সাধারণ দিনের সাথে জীবনের সবচেয়ে একাকী দিনটার পার্থক্যটাই ফোকাস করা হয়েছে গানে....সুরটা বিষন্নতার একটা ছায়াসহ, ওদের ট্রেডমার্ক পাগলামির চিন্হ এই গানে একদম নেই। বরং খুবই সাধারণ, আর দশটা ব্যান্ডের মতই কোরাসে হেভি রিফ দেয়া একটা গান, কিন্তু কম্পোজিশনটা অসাধারণ। গভীর রাতে শুনলে নিজেকে আসলেই খুব একা মনে হবে এই গানটা শুনলে। গানটা ২০০৭এর গ্র্যামিতে হার্ড রকে নমিনেশন পেয়েছিল, পরে অবশ্য হেরে যায় উলফমাদারের একটা পেট খারাপ হওয়া রামছাগলের ডাকের মত গানের কাছে X( :((

ইউটিউব লিংক, বড় করে দেখতে



Alter bridge – Broken Wings
অল্টার ব্রীজ আমার সবসময়ের পছন্দের একটা ব্যান্ড, কারণ মার্ক ট্রিমন্টির হেভিয়ার অথচ চমৎকার সব গীটারের কাজ; মাইলস কেনেডির বলিষ্ঠ, হার্ড রকের জন্য পারফেক্ট ভয়েস; এবং ওভারঅল কম্পোজিশন। ব্যান্ডের প্রথম এলবাম ওয়ান ডে রিমেইন-এর লাস্ট সিঙ্গেলস ছিল ব্রোকেন উইংস, মার্ক ট্রিমন্টির লেখা। আমার চোখে গানটা হার্ড রক, কিন্তু কেউ কেউ এটাকে হেভি রিফ সহ পোস্ট গ্রান্জও দাবি করেছে। কোরাসের লিরিকসটা দেখুন-

On broken wings I’m falling
And it won’t be long
The skin on me is burning
By the fires of the sun
On skinned knees I’m bleeding
And it won’t be long
I’ve got to find that meaning
I’ll search for so long


ইউটিউব লিংক, বড় করে দেখতে

ইন্ট্রোর বিষন্ন সোলো, মন উদাস করা লিরিকস আর টোটাল কম্পোজিশন- সবমিলিয়ে গভীর রাতের জন্য চমৎকার একটা গান:) এলবামের বাকি সিঙ্গেলসগুলোর মত অত হিট পায়নি বিলবোর্ডে (২৯ নাম্বার ছিল), কিন্তু আমার খুবই প্রিয় একটা গান।



Seether feat. Amy Lee – Broken
সাউথ আফ্রিকান পোস্ট গ্রান্জ/হার্ড রক/অ্টারনেটিভ মেটাল/অল্টারনেটিভ রক ব্যান্ড সীদার, অন্যদিকে আমেরিকার অল্টারনেটিভ রক/অল্টারনেটিভ মেটাল/পিয়ানো রক ব্যান্ড ইভানসেন্সের ভোকাল এমি লী। সারন গ্যাস থেকে সীদারে চেন্জড হওয়ার পর সেকেন্ড এলবাম ডিসক্লেইমার-২। ডিসক্লেইমার-২ এলবামের তথা সীদারের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় গান ব্রোকেন। তবে আমরা যে গানটা শুনি এটা আসলে গানটার মডিফাইড ভার্সন, মেইন গানটা ব্যান্ডের ডেব্যু এলবাম ডিসক্লেইমারে ছিল এক্যুস্টিক গান হিসাবে।


উইন্ড আপ রেকর্ডের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর ইভানসেন্সের সাথে ওয়াল্ড ট্যুরে বের হয় সীদার, সেখানেই ব্রোকেন গানের সাথে লাইভ পার্ফরমেন্সে সীদারের ভোকাল শন মরগানের সাথে ডুয়েট ভোকালের কাজ করে ইভানসেন্সের ভোকাল এমি লি। মেইন গানটা ছিল একটা ইলেক্ট্রিক ব্যালাড, ট্যুরে গানটা বেশ জনপ্রিয়তা পায়। এবং সেখান থেকেই শুরু আটলান্টিকের দুই পাড়ের দুই সংগীতশিল্পী- শন মরগান আর এমি লীর রোমান্সের সূচনা। তখনই ব্রোকেন গানটার বর্তমান ভার্সনটা এমি লী-কে সেকেন্ড ভোকাল হিসাবে নিয়ে রেকর্ড করা হয় স্টুডিওতে ডিসক্লইমার-২ এলবামের জন্য, যেটা আমরা এখন শুনি। তবে কিছু কিছু পাইরেটেড সিডিতে ইভানসেন্সের ফলেন এলবামেও ব্রোকেন ঢুকিয়ে দেয়া হয়েছে, যেটা বাস্তবে ছিল না।

একটা চমৎকার পোস্ট গ্রান্জ। গীটার সোলো, লিরিকস, কম্পোজিশন সব দিক দিয়েই একটা আদর্শ গান। কোরাসের লিরিকসটা দেখুন-

‘Cause I’m broken when I’m open
And I don’t feel like I am strong enough
‘Cause I’m broken when I’m lonesome
And I don’t feel right when you’re gone away


ইউটিউব লিংক, বড় করে দেখতে

দিনে/রাতে সব সময়ই চমৎকার লাগে গানটা। বাই দ্যা ওয়ে, ২০০৬-এ শন মরগানের সাথে এমি লীর ব্রেক আপ হয়, এরপর শন মরগান অনেকদিন রিহাবে ছিলেন। এই বিচ্ছেদ থেকেও দুই ব্যান্ড বেশ কিছু গান লিখে পরবর্তী এলবামে। সেটা অন্য আরেকদিনের গল্প হবে আশা করি;)



Three Days Grace - Never Too Late
প্রায় দেড়বছর হয়, এডাম জোন্টিয়ারের ছবিটা প্রোফাইল পিক হিসাবে ইউজ করছি, অথচ অসাধারণ একেকটা গান গাওয়ার পরও থ্রি ডেইস গ্রেসের কোন গান আজও আমি কোন পোস্টে রাখিনি (নিজেকে চরম ধিক্কার দিলাম:()। ২০০৬ এর এলবাম ওয়ান এক্স-এর বিখ্যাত তিনটা গানই এডাম লিখেছিলেন ২০০৫-এ রিহাবে থাকার সময়। নেভার টু লেট সুস্হ হওয়ার পর লেখা গান, এডামেরই লেখা। লিরিকসটা অনেক গভীর অর্থের আক্ষরিকভাবে পুরা মানে বোঝা যায়না, আর সেই দাঁত ভাঙা বিশ্লেষণে আমি যাবও না;) কোরাসটা দেখুন-

Even if I say "It'll be alright"
Still I hear you say you want to end your life
Now and again we try to
Just stay alive
Maybe we'll turn it all around
'Cause it's not too late
It's never too late


ইউটিউব লিংক, বড় করে দেখতে

মিউজিক ভিডিওটা ডীন কার-এর করা (ব্রোকেন উইংস-ও ডীনের করা:))। এক মানসিক রোগীর বর্তমান আর অতীত দেখানো হয়েছে, দেখানো হয়েছে শৈশবের এবিউজ (কালো কালো হাতের ছোপ দিয়ে দেখানো হয়েছে) তার বর্তমানকে কতটা যন্ত্রণাকাতর করে রেখেছে। রোগীর ভুমিকায় ছিলেন এডামের স্ত্রী (নামটা এখন মনে নেই), এবং এমটিভির একটা এওয়ার্ডও জিতেছিল মিউজিক ভিডিওটা। গানটা এডামের নিজেরও খুব প্রিয়, নিজের বাম হাতে ট্যাটু করে রেখেছেন লিরিকসটা। ভাল লাগবেই! এমনি এমনি তো সাত সপ্তাহ বিলবোর্ডের নাম্বার ওয়ান রক গান (আগস্ট ২০০৭) থাকা যায় না!!



Simple Plan – Welcome To My Life
পোস্টে একটা ফালতু গান ঢুকিয়ে দিলাম;) বাদবাকি সবকয়টা গানই লিজেন্ড হওয়ার পথে হাঁটা কয়েকটা ব্যান্ডের গান, সেই হিসাবে সিম্পল প্ল্যান কিছুই না। ইদানিং ক্যান্সারের এগেইনস্টে সচেতনতা বাড়ানোর জন্য গান লিখছে, জাপানের ক্রাইসিসের সময় কনসার্টও করেছে বেশ কিছু। পাংক ইজ অলমোস্ট ডেড- এই সিনারিওতে পপ পাংক দিয়ে কোন অল্টারনেটিভ রক ব্যান্ডের ফ্যামাস হতে পারাটা ডিফিকাল্টই বটে। আমার চোখে সিম্পল প্ল্যানের সবচেয়ে সুন্দর গান ছিল ওয়েলকাম টু মাই লাইফ। ব্যান্ডের সেকেন্ড এলবাম স্টিল নট গেটিং এনি.... এর গান, অবং সম্ভবত ব্যান্ডটাকে লাইম লাইটে আনা গান। রিদম, সুন্দর কম্পোজিশন, হালকা গীটার সোলো, পপ পাংকের টোনে অনেক ভারি কথার লিরিকস- এই হল এই গানের বৈশিষ্ট্য। স্পেশালি লিরিকসটা মন জয় করবেই, আর রিদমের তো কথাই নেই, এই গানের রিদমটাই গানের মেইন সৌন্দর্য, শুনলে স্বীকার করতে বাধ্য হবেন। কোরাসের লিরিকস দেখুন-

To be hurt
To feel lost
To be left out in the dark
To be kicked when you're down
To feel like you've been pushed around
To be on the edge of breaking down
And no one's there to save you
No you don't know what it's like
Welcome to my life


ইউটিউব লিংক, বড় করে দেখতে



অর্থহীন - এপিটাফ
যতদূর মনে পড়ে, স্বপ্নচূড়া নামে একটা সিরিজ শুরু হয়েছিল ২০০০সালের দিকে। উদ্দেশ্যটা ছিল চমৎকার, তখন বাংলাদেশে আন্ডারগ্রাউন্ডে বেশ কিছু খুবই ভাল ব্যান্ড হয়ে গেছে, স্বপ্নচূড়ায় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড/আর্টিস্টদের সম্ভবত নিজেদের খরচে করা কালেকশন। স্বপ্নচূড়ার সিরিজে সবসময় কিছু চমৎকার অল্টারনেটিভ রক আর পপ গান থাকত। ২০০৪এ বের হওয়া সেকেন্ড স্বপ্নচূড়াটা কিনেছিলাম আমাদের নিজেদের ডিপার্টমেন্টের ব্যান্ডের গান শুনতে (এক্যুস্টিকা), সবাই বলছিল গানটা নাকি বেশ ভাল লেগেছিল। কিন্তু বাস্তবে দেখলাম ঐ এলবামের বেস্ট গান ছিল প্রোবাবলি অর্থহীনের এপিটাফ। এবং আজ পর্যন্ত অর্থহীনের যতগান শুনেছি এপিটাফের পজিশন আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। সম্পূর্ণ এক্যুস্টিক, হালকা ড্রামসের কাজ আছে ব্যাকগ্রাউন্ডে....কিবোর্ডের কাজসহ মন এলোমেলো করা একটা কম্পোজিশন। নিচের লাইনগুলো এখনো মাঝে মাঝে গাই আপনমনে-

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি নেই তুমি যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে
কৃষ্ণচূড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম... তোমায় হারাতে?!
এপিটাফের লেখাগুলো... পড়ি ঝাপসা চোখে....


ইউটিউব লিংক, বড় করে দেখতে



Creed - With Arms Wide Open
এই পর্বের লাস্ট গান! নিঝুম নির্ঘুম রাতের গান, বেশিরভাগই পোস্ট গ্রান্জ, আর ক্রিড থাকবে না...কোয়াইট ইমপসিবল! ক্রিডের সবচেয়ে জনপ্রিয় গান নিঃসন্দেহে ওয়ান লাস্ট ব্রেথ, কিন্তু ওদের সবচেয়ে বড় হিট ছিল উইথ আর্মস ওয়াইড ওপেন, এখনো। ক্রিডের সেকেন্ড এলবাম, ২০০০সালের হিউম্যান ক্লে-এর লিড সিঙ্গেলস ছিল উইথ আর্মস ওয়াইড ওপেন। গানের রচয়িতা ক্রিডের ভোকাল স্কট স্ট্যাপ আর গীটারিস্ট মার্ক ট্রিমন্টি। গানের ব্যাকগ্রাউন্ড-ওয়েল, তখন স্কট মাত্র পিতা হতে যাচ্ছেন, সেই সুখস্মৃতিকে কেন্দ্র করেই গানটা লেখা। কোরাসের লাইনকটা' দেখুন-

With arms wide open
Under the sunlight
Welcome to this place
I'll show you everything
With arms wide open
With arms wide open


ইউটিউব লিংক, বড় করে দেখতে

রাত দেড়টা/দুইটার সময় এই গানটা শুনে দেখবেন, কেরকম ফিলিংস আসে...যদি ফিয়াঁসেকে ফোন করতে ইচ্ছা না হয় আমাকে জানিয়ে যাবেন;) চার সপ্তাহ বিলবোর্ডে নাম্বার ওয়ান রক গান ছিল ২০০০সালে, ২০০১ সালে ক্রিডকে এনে দেয় ক্যারিয়ারের একমাত্র গ্র্যামিটি। তবে গানটির মানবিক তাৎপর্যও আছে, স্কট স্ট্যাপের উইথ আর্মস ওয়াইড ওপেন ফাউন্ডেশন; যার উদ্দেশ্য বাচ্চা আর প্যারেন্টসদের মাঝে সুস্বাস্হ্য বজায় রাখা এবং ফ্যামিলি বাইন্ডিংস মজবুত রাখা; গানের আয়ের একটা বড় অংশ ফাউন্ডেশনে ডোনেট করা হয়।




এম.পি.থ্রী ডাউনলোড লিংক
System of A Down – Lonely Day
Alter bridge – Broken Wings
Seether feat. Amy Lee – Broken
Three Days Grace - Never Too Late
Simple Plan – Welcome To My Life
Creed - With Arms Wide Open
এপিটাফের এমপিথ্রি ডাউনলোড লিংক দেব না, নীতিগতভাবে বাংলাদেশি গানের ডাউনলোড লিংক দেয়াটা সাপোর্ট করিনা।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৯
১৪৫টি মন্তব্য ১৪৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি কি বেদ, উপনিষদ, পুরাণ, ঋগ্বেদ এর তত্ত্ব বিশ্বাস করেন?

লিখেছেন শেরজা তপন, ২২ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫২


ব্লগে কেন বারবার কোরআন ও ইসলামকে টেনে আনা হয়? আর এই ধর্ম বিশ্বাসকে নিয়েই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সবাই? অন্য ধর্ম কেন ব্লগে তেমন আলোচনা হয় না? আমাদের ভারত... ...বাকিটুকু পড়ুন

দুলে উঠে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৬

দুলে উঠে
সাইফুল ইসলাম সাঈফ

মন খুশিতে দুলে দুলে ‍উঠে
যখনই শুনতে পাই ঈদ শীঘ্রই
আসছে সুখকর করতে দিন, মুহূর্ত
তা প্রায় সবাকে করে আনন্দিত!
নতুন রঙিন পোশাক আনে কিনে
তখন ঐশী বাণী সবাই শুনে।
যদি কারো মনে... ...বাকিটুকু পড়ুন

তরে নিয়ে এ ভাবনা

লিখেছেন মৌন পাঠক, ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩০

তরে নিয়ে এ ভাবনা,
এর শুরু ঠিক আজ না

সেই কৈশোরে পা দেয়ার দিন
যখন পুরো দুনিয়া রঙীন
দিকে দিকে ফোটে ফুল বসন্ত বিহীন
চেনা সব মানুষগুলো, হয়ে ওঠে অচিন
জীবনের আবর্তে, জীবন নবীন

তোকে দেখেছিলাম,... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পথখাবার খান? তাহলে এই লেখাটি আপনার জন্য

লিখেছেন মিশু মিলন, ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৪

আগে যখন মাঝে মাঝে বিকেল-সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, তখন খাবার নিয়ে আমার জন্য ওরা বেশ বিড়ম্বনায় পড়ত। আমি পথখাবার খাই না। ফলে সোরওয়ার্দী উদ্যানে আড্ডা দিতে দিতে ক্ষিধে পেলে... ...বাকিটুকু পড়ুন

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

×