সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের স্রষ্টা , আল্লাহর রহমত বর্ষিত হোক শেষ নাবী মুহাম্মদ ( সাঃ ) এর উপর এবং তার সংগীদের উপর এবং সকল মুমিন মোসলমানদের উপর । আমরা সাক্ষ্যদিচ্ছি যে , আল্লাহ ছাড়া অন্য কোন সত্য মাবুদ নাই মুহাম্মদ ( সাঃ ) আল্লাহর বান্দা ও রাসূল । আজকের আলোচনা ঈমানের শাখা প্রশাখা সমূহ । ( আল্লাহর কাছে সাহায্য চাই ) যুহাইর ইবনে হরব ( রঃ ) আবু হোরায়রা থেকে রেওয়ায়েত করেছেন , রাসূলে পাক ( সাঃ ) এরশাদ করেছেন , ঈমানের শাখা সত্তরটির ও বেশি অথবা ষাটটির কিছু বেশি । এর সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাললাহ ( অর্থাৎ আল্লাহ ব্যতীত মাবুদ নাই ) এই কথা স্বীকার করা আর সর্বনিম্ন শাখা হল পথের উপর থেকে ক্লেশদায়ক বস্তু সরিয়ে ফেলা । আর লজ্জা হল ঈমানের বিশেষ শাখা সমূহের অন্যতম । ( মুসলিম ) এই হাদিসের আলোকে আল্লাহ যা তাওফিক দেয় আপনাদের নিকট আলোচনা করব । ইনশাআল্লাহ ।
ঈমান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে , কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে - প্রানে মেনে নেয়া । অপর দিকে রসূল ( সাঃ ) - এর কোন সংবাদ কেবলমাত্র রসূলের উপর বিশ্বাসবশতঃ মেনে নেয়াকে শরিয়তের পরিভাষায় ঈমান বলে ।
ঈমানের শাখা সমূহের বর্ণনাঃ আল্লাহর প্রতি বিশ্বাস স্হাপন করা , আল্লাহ পাক ব্যতিরেকে বাকী সব আল্লাহর সৃষ্ট ( মাখলুক ) ও ধ্বংসশীল এ বিশ্বাস করা , সমস্ত পয়গম্বদের প্রতি ঈমান আনয়ন , ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন , আল্লাহর নাযিল কৃত সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন , কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন , তাকদীরের প্রতি ঈমান আনয়ন , মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস , জান্নাতকে বিশ্বাস করা , জাহান্নামকে বিশ্বাস করা , আল্লাহর সহিত ভালবাসা রাখা , আল্লাহর সন্তুষ্টি কল্পে কাউকে ভালবাসা ও আল্লাহর সন্তুষ্টি কল্পে কারো উপর অসন্তুষ্টি হওয়া , রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের সহিত ভালবাসা রাখা , একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা , আল্লাহর কাছে তাওবা করা , আল্লাহর উপর আশা রাখা , লজ্জাশীলতা , আল্লাহর শোকরিয়া আদায় করা , অংগীকার পূরণ করা , ধৈর্যধারণ করা , বিনয়ী হওয়া , আল্লাহর সৃষ্ট সকল মাখলুকের উপর স্নেহ ও দয়া , আল্লাহর ফয়সালার উপর রাজী হওয়া , আল্লাহর উপর ভরসা করা , স্বৈরচারিতা বর্জন করা , গোস্বা পরিহার করা , কুঅভ্যাস পরিহার করা , দুনিয়ার মহব্বত পরিহার করা । কালিমা তাওহীদ পাঠ করা , কুরআন শরীফ তেলাওয়াত করা , ইলমে দ্বীন শিক্ষা করা , ইলমে দ্বীন শিক্ষা দেয়া , দুয়া করা , যিকির করা , বেহুদা ও নিষিদ্ব কথাবার্তা হতে বেঁচে থাকা , পবিত্রতা অর্জন করা , নামাজ কায়েম করা , সদকা আদায় করা , নিজের দ্বীন রক্ষার্থে কোথা ও পালিয়ে যওয়া , ইতিকাফ করা , হজ্জ করা , মান্নত পূরন করা , কসমের প্রতি খেয়াল রাখা , কাফফারা আদায় করা , সতর ঢেকে রাখা , কুরবানী করা , ঋন পরিষোধ করা , লেনদেনে ন্যায় - নীতি বজায় রাখা , শরীয়ত বিরোধী কাজ হতে বেচে থাকা , সত্য সাক্ষ্য দেওয়া , কাপন - দাপনের ব্যবস্হা করা , বিবাহ করে সতিত্ব অর্জন করা , পরিবার পরিজনের হক আদায় করা , মাতা - পিতার খিদমত করা ও তাদের কষ্ট না দেয়া , মনিবের অনুগত হওয়া , বিচারে ন্যায় নীতি অবলম্বল করা , মুসলিম জামাতের অনুসরণ করা , শাসকের অনুসরণ করা , মানুষের মাঝে সংশোধন করে দেওয়া , ভাল কাজে সাহায্য করা ও মন্দ কাজে সাহায্য না করা , সত্য কথা বলা , মন্দ কথা হতে নিষেধ করা , দন্ড বিধি প্রতিষ্ঠা করা , আমানত আদায় করা , অভাবী বা বিপদের সম্মুখিনকে ধার দেওয়া , সন্তোষজনক মুআমিলা করা , প্রতিবেশীর সহিত সুন্দর ব্যবহার করা , মাল যথা স্হানে খরচ করা , সালামের জবাব দেয়া , হাঁচি দাতার জবাবে ইয়ার হামু কাল্লাহ বলা , বেহুদা খেল তামাসা হতে বেঁচে থাকা , মানুষের ক্ষতি না করা , কষ্টদায়ক জিনিস রাস্তা হতে অপসারণ করা ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




