প্রসঙ্গত

লিখেছেন রাহুল ঘোষ, ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩২

গত পরশু নেট ঘাটতে-ঘাটতে ঢুকে পড়েছিলাম এখানে। ভালো লেগে গেল খুব। তাই আজ সদস্য হয়েই গেলাম। সবকিছুই লিখতে চাই। প্রথম-প্রথম হয়তো একটু ভুলভাল হবে। বাংলায় ব্লগ করার অভ্যাস তো নেই। সময়ও লাগবে প্রচুর। তা হোক। তবু তো বাংলায় লিখতে পারবো। ইংলিশে ব্লগ লিখে লিখে ক্লান্ত হয়ে গেছি।

রাহুল ঘোষ

কলকাতা, ২১।০৮।২০০৮ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!