বেলুড় মঠে ঢুকতেই চোখে পড়বে
বেলুড় মঠের বিখ্যাত শ্রীরামকৃষ্ণ মন্দির
দক্ষিনেশ্বরের শ্রী রাধাকৃষ্ণ মন্দির
এরকম ১২টি শিব মন্দির আছে, গঙ্গা থেকে জন এনে মা-বৌদিরা শিবের মাথায় জল ঢালেন
শিব মন্দিরের পাশে
রাধাকৃষ্ণ মন্দিরের ছবি আরেকবার
পাশের ধর্মীয় পসরার দোকান
লেখাটা অনেক ভালো লেগেছিলো, তাই দিলাম - এটা বেলুড় মঠে ঢোকার আগে
এটাই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর অর্চিত দক্ষিনেশ্বর এর কালী মন্দির
দক্ষিনেশ্বর থেকে বেলুড় মঠে যাবার সবচেয়ে সোজ়া রাস্তা হলো এসব নৌকায় চেপে গঙ্গা পার হয়ে যাওয়া
আর যদি কেউ নৌকায় না উঠতে চান তবে বালী ব্রিজের উপর দিয়ে অটোরিক্সায় করে যেতে হবে
ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর একটি অমৃত বাণী হলো, যতো মত ততো পথ
হিন্দু ধর্ম দর্শন বলে সবাই ভিন্ন ভিন্ন পথে একই ঈশ্বরের উপাসনা করছে
গীতাতেও ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন, "যে আমাকে যে ভাবে ডাকে আমি তাকে সেই রূপে কৃপা করি"
সবাইকে ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



