সাহাবের জীবদ্দশায় লোকেরা কুরাণ শরীফ তেলওয়াত করত, ধর্মীয় কোন বিষয় জানার দরকার হলে বা কুরাণের কিছু বুঝতে হলে সাহাবাদের কাছ থেকেই জানত বুঝত অনুসরণ করত। রসুলের হায়াতের যামানাতেই কিছু সাহাবী ফতোয়া দিতেন । এরা হচ্ছেন আবু বকর, ওমর, আলী, এবনে মাসউ'দ, মুয়াজ বিন জাবাল, আবু ওবায়দা, আরো প্রায় কমপক্ষে ১০-১৫ জন । ( হেকায়েতে সাহাবা : এলেমের অধ্যায়) প্রত্যেক বড় বড় শহরে যে সব সাহাবা থাকতেন, সে শহরের অধিবাসীরা সেই সাহাবীকে জিগেস করেই ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত পালন করত।
মাজহাবের বিকাশ মুলত তাবেয়ীদের সময় থেকে শুরু হয় । সাহাবাদের পর মুসলিম বিশ্ব ধর্মীয় সিদ্ধান্তের জন্য বড় বড় ফকীহ তাবেয়ীদের কাছে শরণাপন্ন হয় । যেমন হাসান বসরী, সাঈদ বিন মুসাইব, আতা , আলকামা, ইব্রাহীম নখয়ী, জুহরী ও আরো অনেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



