একটা মজার ব্যাপার কি জানেন?
এই ব্লগে এইটা আমার ১৫ তম পোস্ট।
এটা কোনো মজার ব্যাপার না।
আসলে মজার ব্যাপার না, বলতে পারেন দুঃখের ব্যাপার।
ব্যাপারটা হল এই বিখ্যাত ব্লগের আমিই একমাত্র ব্লগার
যাকে কিনা এই ব্লগের কেউই ব্যক্তিগত কিংবা ভার্চুয়ালি চিনে না।
আমি অবশ্য দুই একজন ব্লগারকে ভার্চুয়ালভাবে চিনি যারা আমার ফেসবুক বন্ধু। ( কিন্তু তারা আমাকে চিনে না)
আমার এই পোস্টটি দেয়ার উদ্দেশ্য হল, আপনারা আমাকে এমন কয়েকজন ব্লগার সাজেশন করুন, যাদের লিখা পড়ে মুগ্ধ হয়ে যান আপনারা। তাদের লিখা পড়ে পড়ে নিজের লেখার মান উন্নয়ন করতে চাই।
আসলেই মজার ব্যাপার, তাই না?
না থুক্কু, দুঃখের ব্যাপার।
ভালো থাকবেন সবাই।
শুভ উষা মুবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



