
প্রথমে শুনুন নীলিমা গানটি যেটি ব্লগীকার(ব্লগার+গীতিকার) হাসান মাহবুবের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে .
নীল জোছনার নি:শব্দ রাতে
যখন ভাবছ বসে একাকী
তখন তোমার নীল চোখে
একবার তাকিয়ে দেখো
নীলিমার ওই নীল মেঘেদের সাথে
ভাসছি আমরা দুজনে
নীলকন্ঠ পাখিরাও চারপাশে গাইছে গান
আমাদের অবাক মিলনে
ফিরে এসেছে অতীতের সুখ-স্মৃতিরা
কষ্ট ভোলার এই দিনে
মনের আকাশে জ্বলবে সন্ধ্যাতারা
হারাবো জোছনার ঐ নীলে.
জানি না এ স্বপ্ন কি না
আমি জেগে উঠতে কে চাই না ,
জানি না এ বাস্তব কি না
আমি ঘুমাতে যে চাই না .
এই গান শুনতে চাইলে ক্লিক করুন.

এখন শুনুন বন্ধুত্ব গান যেটি ব্লগীকার(ব্লগার+গীতিকার) হাসান মাহবুবের সম্পুর্ন নিজস্ব লেখা এবং অনেক মুগ্ধ করার গান
বন্ধু তোমার জন্য আমি তপ্ত দুপুর স্তব্ধ রাত্রি
থাকবো জেগে হয়ে সহযাত্রী
বিষন্ন ক্ষণে আনমনে
হতাশারই গহীন বনে
ভাবো কি আমায় অচেতনে
আমি পাইনি তোমাকে অতটা নিবিড়ে
তবু তোমারই মুখ ভাসে অযুতেরই ভিড়ে
সময়ের সুকঠিন মুঠোয় প্রতি ক্ষণ
স্বেচ্ছা নির্বাসনে নিজেকে করলে পর
আড়ালে থেকো না
ভাঙ্গ অচলায়তন
এস গাই দুজনে আশার গান সমস্বর
হারিয়েছ অনেক কিছুই
পেতেও পার আরো অনেক
দুজনেতে চলো আকাশ ছুঁই.
বন্ধু থেকোনা আর তমসায়
প্রমত্ত সাগরে জ্বালো বাতি ঘর
পৃথিবী দেখো নতুন সূর্যের উষায়.
এই গান শুনতে চাইলে ক্লিক করুন
হাসান মাহবুবের এলবাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
সবশেষে আমি এই মাত্ত একখান গান লিখসি , এইটা পড়েন

নি:সংগ এই শহরে
সোডিয়াম লাইটের ভিড়ে
আঁধারের নিরব সন্ধিক্ষণে
একা বসে এখানে
তোমার জন্যে.
জীবনের যত হিসেব ছিলো
এক নিমিষে হলো এলোমেলো ,
চাঁদের যত আলো ছিলো
অমাবশ্যায় আজ ঢেকে গেলো .
তাই একা বসে এখানে ,
নিরব সন্ধিক্ষণে ,
তোমার জন্যে .
প্রখর রোদে পোড়া আমার এ মন
বেদনায় আরও পোড়ে সারাক্ষণ .
বিষন্ন বিকেলে একা আকাশে গাংচিল
তোমারই শুন্যতায় হয় আরও নীল.
তাই একা বসে এখানে ,
নিরব সন্ধিক্ষণে ,
তোমার জন্যে .
দু:খিত এই গানের কোন লিঙ্কু নাই
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



