আজ্ঞে হ্যাঁ, ইহাই সত্যি। অ্যালবামের নাম নীলিমা। এই অ্যালবামের কয়েকখানি গানের লিরিক লিখিয়াছেন ব্লগার হাসান মাহবুব। গাইয়াছেন ঝাঁকড়া চুলের অধিকারী গায়ক লোনি।
পূর্বে লনি ভ্রাতা অন্য একটি অ্যালবামে হাসান মাহবুবের লিখা একখানি গান গাহিয়াছিলেন। গানটির ইউটিউব ক্লিপখানা দিয়া দিলাম।
খুব সম্ভবতঃ লিরিকগুলির দুই একখানি ব্লগেও প্রকাশিত হইয়াছিলো। সন্ধান পাহিবামাত্র ৩২ দাঁত ক্যালাইয়া লিঙ্কু প্রদান করিতে বাধ্য থাকিবো।
তো আর বিলম্ব কিসের? অদ্যই অ্যালবামখানি সংগ্রহে রাখিবার নিমিত্তে কোমর বাঁধিয়া লাগিয়া পড়ুন (আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে!)
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




