নীলির উদ্দেশ্যে লেখা পদাবলী-১

লিখেছেন রোদের ছায়া, ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৮


যদি না বলি কিছুই; বোবা হয়ে থাকি যদি সারাজীবন বেঁচে,
নিশ্চুপ অন্তরঙ্গতায় বা মুখর পথে; যদি গলা উঁচিয়ে বলতে না পারি,
তবুও তোমায় ভালবাসি, নীলি, কৃষকের দু’চোখে নেচে
ওঠে যে ফসলপ্রেম; কাগজের কৃষিক্ষেত্রে কলম-ই আমার কাস্তে, তরবারি।

যদি না বলতে পারি – কখনো, একান্তে আমার যত কথা,
যদি ভুলে যাই বা তোতলাই তোমার লক্ষ্যভেদী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!