আবার আসিব ফিরে প্রিয় মগবাজারে - এই পূর্ব ফাকিস্তানে
নিশ্চয় মানুষ নয় - পিশাচরুপে পেয়ারের গেলমান ছাগুদের টানে।
হয়তো ফতোয়া হয়ে এই একুশ,বৈশাখের সম্প্রীতির দেশে।
মা-মাটি-দেশ বেচা শেষে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়।
হয়তো বা জঙ্গী হবো - ছাগুদের - বোমা রহিবে বাম পকেটে।
সারাদিন কেটে যাবে লাদানির গন্ধভরা খোয়ারে হেটে হেটে।
রাজনীতির আড়ালে বেগানা আওরাতের পেটিকোট ভালোবেসে।
ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রের জিকির তুলে এই মুরতাদদের দেশে।
হয়তো দেখিতে চাইবে সৌদি চাঁদ-তারা উড়িতেছে বাতাসে।
হয়তো শুনিতে চাইবে "পাক সার..." বাজিতেছে সংসদে।
হয়তো ধর্মের ফেরী করিতেছে ছাগু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ব্রেন ওয়াশের ফলে হয়তো যুবকেরা খাতা কলম ফেলে
রগ কাটে ; - ছুড়ে দেয় লাশ ম্যানহোলে, রাতের আঁধারে।
আমি মুইত্যা রাজাকার, আমারে পাবে তুমি ছাগুদের ভীড়ে।
" জীবনানন্দ দাসের কাছে কড়জোড়ে ক্ষমা প্রার্থনাপূর্বক। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




