somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন উড়োজাহাজ নিয়ে ৪০টি মজার কথা।

১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। আজ আমরা উড়োজাহাজ নিয়ে কিছু মজার কথা শুনিঃ

১। ১৯০৩ সালে রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরী বিশ্বের প্রথম উড়োজাহাজ প্রথমবার মাত্র ১২০ফুট উড়তে সক্ষম হয়েছিল। আর আজকের বোয়িং-৭৮৭ একনাগারে ১০,০০০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।


২। ইংরেজি হল ফ্লাইটের জন্য আন্তর্জাতিক ভাষা। সকল ফ্লাইট কন্ট্রোলার এবং আন্তর্জাতিক বানিজ্যিক বিমানের পাইলটকে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হয়।


৩। বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজের ককপিট উইন্ড শীল্ড বা একটি জানালার ফ্রেমের দাম একটি বিএমডব্লিউ-এর চাইতে বেশি।


৪।বেশির ভাগ ক্ষেত্রে বড় এয়ারলাইন্স পাইলট ও কো-পাইলটের জন্য একই খাবার বরাদ্দ করে না। কারণ পাইলট ও কো-পাইলট যাতে একই খাবারে ফুড পয়জনিংয়ের শিকার না হয়।


৫। বিশ্বের সবচেয়ে ছোট বিমানটি হল বি,ডি-৫ মাইক্রো(BD-5 Micro)। এটির ডানার দৈর্ঘ্য (উইং স্প্যান)১৪-২১ফুট এবং ওজন মাত্র ৩৫৮ পাউন্ড।


৬। বিমানের ডানা সম্পূর্ণটি একটি যন্ত্র। এর উপর চারটি বল উপর, নিচ, সামনে অথবা পশ্চাৎমুখী বল একসাথে কার্যকর। এই চারটি বলের নাম লিফ্ট(উর্ধ্বমুখী বল), থ্রাস্ট(সম্মুখ বল), ড্র্যাগ(বাতাসের ঘর্ষনের ফলে সৃষ্ট বাধা) ও ওয়েট(ওজন)।


৭। উড়োজাহাজের জরুরী অক্সিজেন মাস্কে মাত্র ১৫মিনিট অক্সিজেন সরবরাহ করা হয়।


৮। গড়ে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজের ভিতরে ওয়ারিংয়ের দৈর্ঘ্য ১৫০-১৭৫ মাইল।


৯। বোয়িং কি,সি-১৩৫( Boeing KC-135) জেট ট্যাংকারের মেইন ল্যান্ডিং গিয়ারের রয়েছে আটটি চাকা ও নোজ ল্যান্ডিং গিয়ারে রয়েছে ২টি চাকা। এই চাকা গুলো তৈরীতে যে উপাদান ব্যবহৃত হয়েছে তা দিয়ে ১০০টি অটোমোবাইল গাড়ীর চাকা তৈরী করা সম্ভব।


১০। ১৯১১ সালে আমেরিকার প্রথম মহিলা পাইলট হিসাবে লাইসেন্সপ্রাপ্ত হন হ্যারিয়েট কুইম্বি(Harriet Quimby) এবং তিনিই প্রথম উড়োজাহাজে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা পাইলট।


১১। এমেলিয়া ইয়ারহার্ট (Amelia Earhart, 1897–1937) প্রথম মহিলা পাইলটদের সংগঠন "দি নাইনটি নাইন" -এর প্রতিষ্ঠাতা, যিনি প্রথম একক পাইলট হিসাবে উড়োজাহাজে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ছিলেন।


১২। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজের নাম এয়াবাস এ-৩৮০(Airbus A380)। এটি সম্পূর্ণ দ্বিতল (double-decker), চার ইঞ্জিন বিশিষ্ট সুপরিসর বিমান যার সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ৮৫৩জন। সিংগাপুর এয়ারলাইন্স ২০০৭ সালের ২৫অক্টোবর প্রথম বানিজ্যিকভাবে এই উড়োজাহাজের পরিচালনা শুরু করে।


১৩। বানিজ্যিক এয়ারপোর্ট রানওয়ে তৈরী করতে সাধারণত ২ থেকে ৪ ফুট পিচের আস্তর দেয়া হয় আর টেক্সিওয়ে তুলনা মূলক কম পুরু যা তৈরী হয় ১৮ ই্ঞ্চি ঢালাইয়ের মাধ্যমে।


১৪। বিশ্বের দ্রুততম উড়োজাহাজের নাম লকহিড এস,আর-৭১ ব্ল্যাকবার্ড(Lockheed SR-71 Blackbird) যা ঘন্টায় ২,১৯৩মাইল বেগে উড়তে সক্ষম এবং এই গতি বিগত ৪০বছরের রেকর্ডকে অতিক্রম করেছে।


১৫। বাতাসের কার্বন ডাই-অক্সাইড মাত্রা বৃদ্ধি উড়োজাহাজের টার্বুলেন্স-এর মাত্রা বাড়িয়ে দেয় যা উড়োজাহাজ উড্ডয়নের জন্য মারাত্মক হুমকি।


১৬। এক হিসাব অনুযায়ী, উড়োজাহাজে ভ্রমণের সময় প্রতি ঘন্টায় দুই কাপ পরিমান পানি দেহ থেকে বেরিয়ে যায়। দীর্ঘ ভ্রমনে একজন যাত্রী ডিপ ভেইন থ্রম্বসিসে(শিরায় রক্ত জমাট বাধা) আক্রান্ত হতে পারেন। তাই উড়োজাহাজে দীর্ঘ ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে প্রচুর পানি পান করা উচিৎ।


১৭। ১৯১৯ সালে বিশ্বের প্রথম এয়ারলাইন্স KLM প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ফ্লাইটটি ১৯২০ সালে ১৭ই মে আমস্টারডাম থেকে লন্ডন যাত্রা করে।


১৮। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানের টিকিটটি কিনেছিলেন সিডনি ধনকুবের জুলিয়ান হেওয়ার্ড। তিনি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ-৩৮০এর সিঙ্গাপুর থেকে সিডনি প্রথম ফ্লাইটের প্রথম যাত্রী হওয়া জন্য ব্যয় করেন ১,২৩,০০০ মার্কিন ডলার।


১৯। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর গুলোর একটি হল শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। এতে প্রতি ৩৭ সেকেন্ডে একটি উড়োজাহাজ উঠানামা করে। সেই হিসাবে ঘন্টায় প্রায় ১০০টি উড়োজাহাজ উঠানামা করে।


২০। আপনি জানেন কি, উড়োজাহাজের আয়ুষ্কাল কিভাবে নির্ণয় করা হয়? উড়োজাহাজের আয়ুষ্কাল বছর দ্বারা নির্ধারিত হয় না। প্রতি উড্ডয়নে একটি উড়োজাহাজের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রন(‌‌‌প্রেশারাইজেশন) করা হয়, এর ফলে উড়োজাহাজের ফিউজলেজে(শরীরে) ধাতব ক্লান্তি(মেটা্ল ফেটিগ) এবং মেরামত অযোগ্য্ অদৃশ্য ফাটল সৃষ্টি হয়। একটি উড়োজাহাজের আয়ুষ্কাল নিরূপনের জন্য সাধারণত ৭৫,০০০ বার এই চাপ নিয়ন্ত্রন সংখ্যা গণনা করা হয়। সেই হিসাবে একটি উড়োজাহাজের আয়ুষ্কাল ২০-২৫বছর।


২১। এয়ারবাস এ-৩৮০-এর ডানার দৈর্ঘ্য(উইং স্প্যান) উড়োজাহজের নিজস্ব দৈর্ঘ্যের চাইতে বেশি। ডানার দৈর্ঘ্য- ৭৯.৮মিঃ আর উড়োজাহাজের নিজস্ব দৈর্ঘ্য-৭৩মিঃ।


২২। হাইনরিশ কুবিস(Heinrich Kubis) জার্মানীতে প্রথম ও বিশ্বের প্রথম ফ্লাইট এটেন্ডেন্ট হিসাবে কাজে যোগ দেন ১৯১২ সালে।


২৩। 'মে ডে' (‘MAYDAY’) শব্দটি ফরাসী শব্দ মে'ইডেজ(m’aidez) থেকে এসেছে যার অর্থ 'আমাকে সাহায্য করুন'।


২৪। একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ প্রতি সেকেন্ডে এক গ্যালন জ্বালানী তেল খরচ করে। ১০ঘন্টার একটি ফ্লাইটে জ্বালানী তেল খরচ হয় ৩৬,০০০ গ্যালন।


২৫। বোয়িং-৭৪৭ (সকল সংস্করণ) আকাশে ভ্রমণ করেছে আনুমানিক ৩৫ বিলিয়ন মাইল, যা পৃথিবী থেকে ৭৫,০০০বার চাঁদে ভ্রমণের সমান।


২৬। প্রথম মহিলা ফ্লাইট এটেন্ডেন্ট হিসাবে নিয়োগের শর্ত ছিলঃ ক) ওজনঃ ১১৫পাউন্ডের বেশি নয়, খ) অবিবাহিতা ও গ) নার্স হতে হবে।


২৭। উড্ডয়নকালীন সময়ে শতকরা ৭৫ভাগ ইকোনমি ক্লাসের উঠতি বয়সের যাত্রীই সিট হেলানো নিয়ে অন্য যাত্রীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে।


২৮। ১৯৬১ সাল পর্যন্ত বিমান ছিনতাই বেআইনি ঘোষিত হয়নি।


২৯। Antonov AN-225 কার্গো জেট বিশ্বের বৃহত্তম বিমান। নোজ থেকে টেইলএবং ডানার একপ্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা দখল করে তা প্রায় একটি ফুটবল মাঠের সমান। এটা মূলত মহাকাশযান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল।


৩০। প্রায় ৪০লক্ষ যন্ত্রাংশের সমন্বয়ে তৈরী হয়েছে বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান Airbus A380।


৩১। একটি বানিজ্যিক জেট বিমানের গতি গড়ে(cruising speed) ঘন্টায় ৫৫০-৫৮০মাইল।


৩২। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৩০,০০০ ফ্লাইটে ২০লক্ষ যাত্রী পরিবহন করা হয়।


৩৩। বিশ্বব্যাপী এয়ারলাইন্স শিল্প থেকে আয় হয় ৬৪০ বিলিয়ন মার্কিন ডলার।


৩৪। গড়ে প্রতি পাঁচ জনের এক জন উড়াল ভীতি বা এভিওফোবিয়াতে ভোগে।


৩৫। গড়ে আমেরিকানদের মধ্যে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার ঝুঁকি ১১ মিলিয়নের মধ্যে ১ আর গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার ঝুঁকি ৫০০০ মধ্যে ১।


৩৬। এক গবেষণায় দেখা গেছে, উড়োজাহজের দূর্ঘটনার ৮০% সংঘটিত হয় টেক-অফের পর প্রথম তিন মিনিট এবং ল্যান্ডিংয়ের ৮মিনিট আগে এই সময়ের মধ্যে।


৩৭।গবেষনায় দেখা গেছে, অন্য যে কোন পেশার চাইতে উড়োজাহাজের যাত্রীরা প্রথম দর্শনেই বিমান বালার প্রেমে পড়ে যায়।


৩৮। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন আইন অনুযায়ী একটি বিমানে এমন ব্যব্স্থা থাকতে হবে যাতে করে দূর্ঘটনার সময় ৯০সেকেন্ড সময়ের মধ্যে সকল যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। কারণ উড়োজাহাজের ভিতর আগুন মাত্র দেড় মিনিট সময়ের মধ্যে সমস্ত ঊড়োজাহাজকে গ্রাস করে ফেলে।


৩৯। উড়োজাহাজের কেবিন চাপ নিয়ন্ত্রিত অবস্থায় এবং অধিক উচ্চতায় উড্ডয়নকালীন সময়ে হঠাৎ উড়োজাহাজের দরজা খুলে গেলে বাইরের বাতাসের চাপের কারণে ভিতরের যাত্রী ও অন্যান্য জিনিসপত্র ভিতর থেকে বাইরে টেনে নিয়ে যাবে। সেই কারণে, চাপ নিয়ন্ত্রিত কেবিনে উড্ডয়ন কালীন সময়ে উড়োজাহাজের দরজা(প্লাগ টাইপ) খোলা কয়েকজন সবল লোকের পক্ষেও প্রায় অসম্ভব।


৪০। হাসপাতালে যে ভাবে বাতাস ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয় ঠিক একই প্রযু্ক্তি ব্যবহার করে উড়োজাহাজের ভিতরের বাতাস বিশুদ্ধ করা হয়।



তথ্য সূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×