
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলার অন্তর্গত একটি উপজেলা ।

(২) কসবা স্টেশনে তেলের ট্যাংকার।

(৩) স্টেশনের পাশেই রাস্তায় ফুটে আছে এমন রঙচঙে বাহারি ফুল ল্যান্টানা।

(৪) তারপর এমন পথ ধরে আমাদের শুধুই এগিয়ে চলা........

(৫) গাছপালার আড়ালেই ভারতীয় স্থাপনা উঁকিঝুকি মারছে।

(৬) অজগরটি আসছে তেড়ে, রাস্তা ছেড়ে দাড়াই সরে

(৭) ঐ লাল পাহাড়, ঐ তাল গাছ ভিসা ছাড়া ছোয়া যাবে না, কতো কাছে অথচ বহু দূরে........

(৮) প্রখর রোদ্রে একটুখানি গাছের ছায়া, আর তাতেই শান্তির ঘুম, ক'জন পারে এমন শান্তির ঘুম ঘুমাতে?

(৯) চমৎকার সবুজের মাঝে এই ন্যাড়া নারকেল গাছগুলো কেন দাড়িয়ে আছে কে জানে?

(১০) রেল লাইনের পাশে আপন মনে খেলারত শিশু।

(১১) আমাদের কাজ তো একটাই শুধু হেটে চিটাগাং এর দিকে আগানো।

(১২) গোলা জলে মাছ শিকারে রত কয়েকটি শিশু হাঁস।

(১৩) সবুজ ফসলের মাঠ, অতঃপর দিগন্তের কাছে ছোট ছোট গ্রাম, এমন সৌন্দর্য্যে আমি বরাবরই হারিয়ে যেতে চাই।

(১৪) ২৬৬ বলছে, এমন আরো ছোট বড় ২৬৫টা ব্রীজ কালবার্ট পেরোতে পারলেই চিটাগাং পৌছতে পারবো।

(১৫) হাটো বন্ধু হাটো.........

(১৬) এই স্থাপনাগুলো কাটা তারের ওপারে।

(১৭) এখানের খড়ের গাদাগুলোতে আলাদা একটা সৌন্দর্য্য আছে, এভাবে খড়ের গাদাকে খড় দিয়ে বেধে রাখতে আগে আমি কখনো দেখিনি।

(১৮) তিক্ষ্ণ একটা বাঁক।

(১৯) রেল লাইনের এমন বিবর্তন বলছে সামনেই কোন স্টেশন।

(২০) এক সময় আমরা পৌছে গেলাম মন্দবাগ স্টেশনে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৬ ( ইমাম বাড়ী )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ২৮ ( মন্দবাগ )
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



