
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত একটি স্টেশন ।

(২) ইমামবাড়ি স্টেশন পার হয়ে এমন সরল রেখায় শুধুই হেটে চলা,,,,,,,,

(৩) এটা কোন ফুল না, আনারসের শৈশব কাল।

(৪/৫) ব্রীজ নং ২৭২


(৬) ২৭২ এর পাশে একটা নাম্বার ছাড়া দেশীয় ব্রীজ।

(৭) আমরুল ফুল।

(৮) আকন্দ ফুল।

(৯/১০) মাছ ধরা।


(১১) ফুলের নাম শিয়ালমুতি।

(১২) এমন সমান্তরাল বাঁক কতো যে পারি দিলাম তার কোন হিসেব নেই।

(১৩) খেজুরের ফুল।

(১৪) আপন মনে মাটিতে চড়ে বেড়ানো একটা ঘুঘু।

(১৫) খড়ের গাদা।

(১৬) লঙ্কাজবা, এই ফুলগুলো কাছে পেলে আমি সব সময়ই মধু খাই

(১৭) কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেচে মুক্তা আনে........

(১৮) রেল লাইনে হাটার সময় এমন ছোট্ট ছোট্ট দোকান গুলোই আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে।

(১৯) রোদে শুকোতে দেওয়া শীতের সম্বল।

(২০/২১) মেস্তা ফল, এটা একটা টক ফল, ডাল রান্নায় ইহা ব্যবহার করে।


(২২) রাস্তায় বসে এমনভাবে খেতে ভালোই লাগে।

(২৩) কসবা স্টেশনে ঢোকার আগ মুহুর্তেই এই সাইনবোর্ড চোখে পরে, "১৫০ গজ সামনে আন্তর্জাতিক সীমারেখা । অবৈধ ভাবে সীমান্তরেখা অতিক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়"

(২৪) এক সময় আমরা পৌছে গেলাম কসবা স্টেশনে.........
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৫ ( গঙ্গাসাগর )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ২৭ ( কসবা )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

