সমর্পিত ভালবাসা

লিখেছেন সেলিম আল আনোয়ার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:১৪

মম তব হৃদয়ের গহীনে,লিখো মোর নাম ।

সুন্দর অপরিসীম তোমার দেহমনে

উটুক হিলেলাল অজানা জাগরণে ।

আবেশিত সুখ ছোঁয়ায়,প্রস্ফুটিত হোক প্রেম ।

ভাল লাগার এই ক্ষণ,হোক অনন্ত অবিরত ।

এভাবেই চলে যাক-

তোমার আমার বসন্তের দিন । বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১৪ বার পঠিত     like!