অনেক নাটকিয়তা শেষে এপ্রিলের ২৩ তারিখ সে আমাকে এসএমএস করে জানাল যে সে আমাকে ভালবাসে।(????) এর পর তাকে নিয়ে ঘোরা ফেরা, স্বাভাবিক ভাবে যা হয় আর কি। মাত্র ৩টা কিস (তাও অপূর্ণ)। চলতে থাকল।
এভাবে আমাদের সমাজের অনেক ছেলে মেয়ে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে!! তারা কি এর সুদূর ফলাফল সম্পর্কে অবহিত???
একটু আগে একজন ব্লগারকে তার ভালবাসার জ্বালা যন্ত্রণা বর্ণনা করতে দেখেছি!!
পরিমল, দুধ অরুন, কলেজ ছাত্রী হত্যা কত ঘটনা!!!! তারপরেও কি আমরা অসচেতন থাকব!!
অরুনের ব্যাপারটাই ধরুন সে যা করেছিল, তা একটি প্রনয়ের সম্পর্কই ছিল। হোসনে আরার ভাষায় মিউচুয়াল সেক্স।একজন কেউ তার সেই ভালবাসার ছবি ধারন করে প্রকাশ করায় বেচারা চাকুরী হারাল। কত মানুষের গালি খেল!! আর আমরা কি করছি!! একই কাজ!!
একটু আগে ভালবাসার মানুষকে শেষ বারের মত যে ভাই সহজে বিদায় দিয়েছেন তিনি কি করেছেন। কিস করেছেন , আরও কিছু পেতে চেয়েছেন। ভালো!!!!
কিন্তু যখনই দুজনের কারো মধ্যে সমস্যা হয়, যা খুব এবং অতি স্বাভাবিক তখন ঘটে দুর্ঘটনা। আসলে এটা দুর্ঘটনা নয় আমার মতে স্বাভাবিক। কারন এভাবে প্রনয়ের সম্পর্কে যা ইচ্ছা তাই করছেন দুজনে। কিন্তু আপনাদের এই প্যাচাল আমাদের শুনতে হবে ক্যান?
কেন শুনতে হবে একজন গলায় দরি লাগিয়েছেন! কেন প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করেছেন। কেন সিটি কলেজের একজনকে বিদায় নিতে হবে??? আপনাদের জন্য!!!! যারা ভালবাসেন আন্দাজে, জানেন না যে কখনই আপনি তাকে পাবেন কিনা!!
সিটি কলেজের শামীমা নাসরিন সুইটির পরিবার তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, সে একজন শিক্ষিত মা হত, দেশ গড়ায় ভুমিকা রাখত। কিন্তু আপনারা যারা প্রেমিক , তাদের কারনে তাকে হারিয়ে যেতে হল বেদনায় সিক্ত হয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



