ফেব্রুয়ারী ১৩, ২০০৮ সালে আমাদের ভার্সিটির ওরিয়েন্টেশনে তাকে দেখি এবং প্রেমে পড়ি। তার সাথে কোর্স পড়ে ৩য় সেমিষ্টারে (৮ মাস পর)। এর পরের সেমিষ্টারে ভূলেই বলে ফেলি যে ভালবাসি। দিনটি ছিল মার্চের ১৭ তারিখ। সে কেমন যেন হয়ে গিয়েছিল, যারা দেখেছিল সবাই বলল যে সে আমাকে ভালবাসে আগে থেকেই, না হলে এমন হত না।
অনেক নাটকিয়তা শেষে এপ্রিলের ২৩ তারিখ সে আমাকে এসএমএস করে জানাল যে সে আমাকে ভালবাসে। এর পর তাকে নিয়ে ঘোরা ফেরা, স্বাভাবিক ভাবে যা হয় আর কি। মাত্র ৩টা কিস (তাও অপূর্ণ)। চলতে থাকল। মার্চের ২৭ তারিখ তার সাথে শেষ বারের মত ঘুরতে বের হওয়া। এর পর আর বের হয় নি। ভার্সিটিতে দেখা হত, তাই আর কিছুই চাইতাম না। তার নাকি বাসা থেকে প্রবলেম ছিল।
প্রচন্ড ভালবাসতাম। তার কাছ থেকে যা পেতাম তাকে ভালবাসা পুরোপুরি বলা চলে না। এক অর্থে অবহেলা। তবে সে সব সময় বলতো যে বিয়ে হলেই আমি স্বাভাবিক হব। এই পর্যন্ত সে যা যা চেয়েছে তার কিছুই অপূর্ণ রাখি নি।
অনেকবার বড় বড় দোষ করেছে, ঝগড়া পর্যন্ত করি নি, ভালবাসতাম। তাই করতে পারিনি।
সে ছিল তার ইচ্ছা স্বাধীন, আর আমি তাকে বাঁধা দিতাম না। সেটাই কাল হয়ে দাড়াল। তবে সেটা বুঝতে চলে গেল পুরো ২ বছর ৩ মাস ২৫ দিন।
কয়েকদিন আগে তার সব স্কুল ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি শুরু করল, মাঝে মধ্যেই যেত। কিছুটা খারাপ লাগত, কিন্ত কিছুই বলতাম না।
হঠাৎ আগষ্ট ১৮, ২০১১ তে বলল সে নাকি আমাকে ফ্রেন্ড মনে করে, আগের সব ছিল মিথ্যা। সে নাকি আমাকে ভালবাসতে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। সে এখন অন্য একজনকে বেশি ভাল বাসে। তাকে যেতে দিলাম। কিন্তু তার পরিবারের সবাই আমাকে চিনত, এবং খুব ভাল বলেই জানত। সেটা সমস্যা সৃষ্টি করবে তা সে জানত। তাই সে বুদ্ধি বের করল যে আমার কথা তার বাসায় বলবে যে আমি অন্য একটি মেয়েকে ভালবাসি। এটা মেনে নিতে পারলাম না।
সন্দেহ বাড়তে থাকল যখন তার বাসার লোকজন আমার সাথে কথা একটু কম বলা শুরু করল, তাই বাদ্য হয়ে সব বললাম। তার বাসা থেকে তখন তাকে দুটি অপশন দিল,
১. একা থাক
২. শফিউলের সাথে থাক
সে ২ নং টা নিল। কেন নিল বুঝতে একটু দেরি হল। তাও মাত্র ২দিন। এর মধ্যেই সে তার মুখ খুলল। সে আবার আমাকে দিয়ে ঐ কথাটাই বলাবার চেষ্টা করল। আমি বললাম সম্ভব নয়। তখন সে আমাকে বলল যে তাহলে সে আমার সাথে থাকতে পারবে না।
তাকে প্রশ্ন করলাম যে আমি না থাকলে সে ভাল থাকবে কিনা। সে হ্যাঁ বলল। বললাম, যাও, আমি আর তোমাকে আমার সাথে থাকার জন্য বলছি না। তুমি কি খুশি।
সে হ্যাঁ বলল।
খুব আনন্দ লাগল, অনন্ত এতদিনে সে একবার আমার কোন কথায় খুশি হয়ে সেটা প্রকাশ করল। সে যেমন আমাকে মাঝে মধ্যে "ভালোবাসি" বলে খুশি করতো, ঠিক সেই রকম ভাবেই আমিও তাকে যেতে বলে খুশি করলাম।
কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তখনই সে বোমা ফাটাল। তার ধারণ আমি নাকি তাকে ছাড়া বাচঁব না। প্রতিজ্ঞা করলাম, তার প্রতারণার কোন প্রতিশোষ না নিলেও তার ধারণাকে পাল্টে ফেলব।
তুমি যেখানেই যাও না কেন, একদিন তুমি তোমার কৃত কর্মের ফল ভোগ করবে। তোমার জন্য আমি যা করেছি, তা তুমি আর কারও কাছে পাবে? তুমি নিজেই জান পাবে না। এই ২বছরে একটি বারও সন্দেহ করি নি, একটি বারও তোমার গায়ে হাত তোলা দুরে থাকুক, জোরে চিৎকার করে ঝগড়া করিনি।
তোমাকে ধরে রাখতে পারিনি, এটা যেমন আমার বর্থ্যতা, আমাকে দেয়া কোন কথাই তুমি রাখতে পারনি, এটা তোমার বর্থ্যতা।
তোমাকে বিদায় বলতে কষ্ট লেগেছে ঠিকই, কিন্তু এটা আমার জন্যও দরকার ছিল। তোমাকে ধন্যবাদ যে তুমি আমার সাথে বিয়ে করার আগেই আমাকে তোমার আসল রূপের খবর দিয়েছো। তোমার যে আগে রিলেশন ছিল তা জেনেও আমি তোমার সাথে ছিলাম। আরও যা যা জানতাম তারপরও ছিলাম আমি ক্যাকস্ট্রিট বয়েজের as long as you love me গানের ভক্ত, তাই তারদের গানের মত করেই কিছু নিয়ে চিন্তা করিনি।
তোমাকে বিদায় বলেছি, সত্যিই, এখন আর কষ্ট লাগছে না। ভাল থেকো, যদি পারো।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



