বাড্ডা রাস্তা দিয়ে রিক্সায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে শুনি "প্যাক প্যাক"। ভাবলাম, যাহ, হর্নের জন্য হাঁসের ডাকও বাদ পড়লনা! প্যাক প্যাক শুনে আমাদের রিক্সাওয়ালা একটু সরে যেতে দেখলাম এক ঝুড়ি হাঁস নিয়ে একটা ভ্যান গাড়ি ওভার টেক করছে। ওরই মাঝে একটা হাঁস মাথা বের প্যাক প্যাক করছে, যা হর্নের কাজ দিচ্ছে!!!
হমম, অবস্থা দেখেছেন? কৃত্রিম শব্দ শব্দ শুনতে শুনতে এখন সত্যি হাঁসের ডাকও চিনতে পারিনি...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



