আমার বড় বোনের যখন বাবু হলো দেখা গেল, ওরও একই নেশা। খালি কোলে থাকতে চায়। আম্মা খাটের রেলিংয়ের সাথে চাদর পেচিয়ে ঝুলা বানিয়ে দিলেন। ভাগ্নে মহা খুশি। দিনরাত দোল খায়। ঝুলাতে না দিলে তার ঘুমই আসে না। বেশ কয়েক বছর এমন চলল। পরে ওর মা অনেক জোর করে এই অভ্যাস ছাড়িয়েছে।
আমার খুব ইচ্ছা করে আমার ঘরে যদি কোন সুন্দর ঝুলা থাকত। রোজ দোল খেতে ঘুমাতাম....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



