মাঝে মাঝে মেঘ এসে ঘরে, রাস্তায় ঘিরে ফেলে, আবার চলে যায়।
রাস্তার পার ঘেষে বাড়ি। আপনার মনে হবে একতলা বাড়ি। আসলে আপনি হয়তো ৫তলার ঘর দেখছেন। সিঁড়ি বেয়ে পাহাড়ের গা দিয়ে নিচের তলায় যেতে হয়। পুরো শহরটাই পাহাড়ের গায়ে। শহরের রাস্তা গুলো উচু নিচু ঢেউ খেলানো। মাঝে মাঝে সরু পায়েচলা পথে পাহাড়ের নিচে বা উপরে উঠে গেছে। সেখানে পাকা বাড়ি।
রাতের বেলায় যদি আপনি উপরের দিকে তাকান তো তারার মেলা দেখতে পাবেন। আবার যদি নিচের দিকে তাকান তবুও তারার মেলা দেখবেন। আসলে সেগুলো হলো পাহাড়ের গায়ে লেগে থাকা বাড়ি ঘরের বাতি।
আমাদের সাথের পর্যটকরা বলছিলেন, তারা আগে দার্জিলিং এর কথা শুনেছেন, কিন্তু নিজে না এলে কোনদিন বুঝতেন না শহরটা এই রকম।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



