হইচই খাওয়া-দাওয়া কত মজা করা। চারপাশে তখন বিশ্বকাপ আমেজ। নিজের সাপোর্টের দল (আর্জেন্টিনা) কি করল সেটা নিয়ে টেনশন..।
আমার আম্মা বলতেন, উনি খেলা দেখেন না, দেখেন আমাদের উত্তজনা..
কিছুদিন আগে জীবনে প্রথম ক্রিকেট খেললাম, আমি কখনও ব্যাট হাতে নিয়েও দেখিনি। কিন্তু দিদার ভাই জোর করে দার করিয়ে দিলেন। খেললাম না বলে বলা উচিত খেলার চেষ্টা করলাম। সে অন্য রকম উত্তেজনা। খুব ভাল লেগেছিল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



