কিছু মানুষ আছেন, যারা পাশে থাকলে আপনি খুব ভাল বোধ করেন, রবীন্দ্রনাথের ভাষায় কেমন একটা স্বাস্থ্যকর আবহাওয়া চারপাশে থাকে।
শুধু ভাল লাগা নয়, ভিন্ন রকম প্রতিক্রিয়াও আপনি বোধ করবেন। ভাললাগার কেউ কাছে থাকলে আপনি হয়তো ভাল কাজ করতে পারেন, আবার কেউ কাছে থাকলে হয়তো আপনার কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। ভালো বোধ করারও কত রকম ভেদ। এটা আপনার মা-বাবা, ভাই-বোন, আত্নীয়, বন্ধু, সহকর্মী, প্রতিবেশি, অচেনা কেউ সবার ক্ষেত্রেই সম্ভব।
আর এই মনোভাবও বদলে যেতে পারে সময়ে...। তখন হয়তো সেই ব্যাক্তি থেকে দূরে থেকেই আপনি ভালো বোধ করবেন।
কখনও এমনও হয় কারো ক্ষেত্রে যে, সে আছে নাকি চলে গেছে, সেটা আপনি কখনও ভেবে দেখেন নি। অথচ, চলে যাবার পর মনে হবে সব শুন্য হয়ে গেছে। অথচ, সে হয়তো আপনার কথা ভেবেও দেখছে না।
এ কারনেই হয়তো আমরা সব সময় আপনজনের সাথে থাকতে ভালো বাসি।
কিন্তু এমন কেন হবে। বাস্তবে কে আপনার পাশে থাকল বা গেল, তাতে আপনার কিছুই যায় আসে না, যদি না কোন কাজ থাকে আপনার সাথে। তারপরও প্রতিটা মানুষই হয়তো নিজের কিছু প্রভাব ফেলে তার চারপাশে। তাই হয়তো কারো উপস্থিতি আপনাকে এক মুহুর্ত শান্তি দেয় না। আর কাউকে আপনি সব সময়ই সাথে রাখতে চান।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।