এমন লোক খুব কমই আছেন যারা নিজেকে টিভিতে দেখতে পছন্দ করবেননা। আমরা তো আমাদের ছায়াও টিভিতে দেখাবার কথা থাকলে সবাইকে নিয়ে টিভির সামনে বসে থাকি। যেমন কেউ কোনো জনসভায় গেছে, এমন সময় টিভি ক্যামেরা তার দিকে ফিরলো। সে তাড়াতাড়ি তার সবগুলো দাত বের করে হাত নাড়বে। তার বিস্বাস এতো মানুষের মধ্যে তার হাত দেখবে দেশবাসি। কোটি কোটি মানুষ দেখবে, এক সেকেন্ডর 100 ভাগের একভাগ সময়ের মধ্যে। সোজা কথা!
আমার নিজের কথা বলি। শিশু একাডেমির ছাত্রী হবার কারণে কোনো বিশিস্ট ব্যাক্তিকে স্বাগত জানাতে এয়ার পোর্ট গিয়েছি। যখন খবরে ঐ ব্যাক্তিকে দেখাচ্ছিলো, আমরা সবাই তার ঘাড়ের পিছন দিয়ে দেখার চেষ্টা করছিলাম, আমার হাত, পা বা চুলের একটা অংশও যদি দেখা যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০