1. পানি গরম করতে দিন।
2. একটা মগে চিনি দিন (আপনার সুবিধা মতোন)।
3. এরপর একটু ট্যাং দিন (চা চামচের আঁধা চামচ)।
4. টি ব্যাগ রাখুন মগে।
5.পানি গরম হয়ে গেলে মগে ঢেলে নাড়ুন।
দেখুন হয়ে গেল আপনার চা। খেয়ে তারপর না হয় আমাকে ধন্যবাদ দিবেন।
এটা বলেছেন আমাকে জানা ভাবী (মিসেস আরিল), সামহোয়্যার ইনের ফাউন্ডার এবং পার্টনার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



