হাওয়াঘরের পরে বিশাল মাঠে
জোছনার হাট; ধান কাটা সব সারা,
মাতাল হাওয়া কী যেন বিভ্রাটে
চাইল এবার নামুক বৃষ্টিধারা।
ফুলগুলো বেশ ভয় পায় ইশারা
মেঘগুলো কী অত্ত বুঝতে পারে?
বনলতা সেন-এর মত যারা -
মানুষ তাদের খুব পুড়িয়ে মারে !
জানালা'টায় দু'চোখ পেতে আমি
কাঁচপোকাদের দিচ্ছি অবাধ ছেড়ে।
বললে তুমি, 'করছ কী পাগলামি !'
হাত বাড়ালে কাঁচের চুড়ি নেড়ে।
খুঁজছি তখন চাঁদটা চতূর্দিকে
তুমি এসে কী নিদারূণ ছলে,
আমার কাছেই বৃষ্টির রং শিখে
চাঁদ ঢাকতে মেঘ আঁকো কৌশলে !
আচ্ছা আঁকো, তবু পাশেই থাকো?
তুমি এত দূরে - এত্ত দূরে !
ভীষণ বানে ভেসেই গেল সাঁকো
বাঁধভাঙা ওই জোছনা'র রোদ্দুরে...
স্বপ্নগুলো কোলবালিশে ফেলে
নরম রোদে জোছনা বাড়ায় দেনা;
খুঁজছে কী যে তোমার 'পাগল ছেলে'
ওসব তুমি কক্ষনো বুঝবে না !
****************************************************************
গতরাতে জ্বরে লেখা। টের পাচ্ছি, জ্বর'টা সেরে যাচ্ছে। সন্ধ্যা-জ্বরে তিন'টা রাত বেশ আরামে ছিলাম।
এর আগের রাতে লেখা ছিল এটা
আর প্রথম রাতের লেখা'টা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






