এবার আমি ফিরছি যে উদ্বেগে
মাঝরাতে যেই পৌঁছেছি বন-বাড়ি,
তুমি হয়তো তখন ভীষণ রেগে;
ভয় পেয়ে তাই আস্তে কড়া নাড়ি !
বাড়ির সামনে পুকুরজলে চাঁদ
ঝোপের আড়ে ঝিঁ-ঝিঁ পোকা'ও ভীত,
নিথর চোখ কি পেঁচার প্রতিবাদ?
নাকি মশাই ভীষণ আনন্দিত !
পাকা ধানের গন্ধ বাতাসজুড়ে
হাওয়া-ঘরের ছোট্ট বাতায়নে।
তবু দেখো, কাঁচপোকারা উড়ে
তোমার হাতে কিংবা আমার মনে !
তুমি এসে কপাট খুলে দিলে।
এক-কামরা'র ছোট্ট হাওয়া-ঘরে,
দমকা হাওয়ার তীব্রতা-মিছিলে
কাঁচপোকারা ক্লান্ত হয়ে পড়ে...
চিরকালীন গল্পগুলো শেষ -
খাটের উপর জল-মশারী'র তলে;
চাঁদটাও ঘুম, রাত হয়েছে বেশ,
এবার দেখ কোথায় জোনাক জ্বলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




