জীবন
জীবন একটা সমুদ্রের মত-বিশাল, দিগন্তবিস্তর্ত আবর্তময়। এ এক মত্ততায় ভরা টেউয়ের সমুদ্রে ঢেউ, তারপর ঢেউ তারপর আরো ঢেউ। এখানে অনেক ফেনা, ডুবে-যাওয়া, পাথরে আছড়ে-পড়া আবার আশ্চার্য নীল-শান্তও কখনও কখনও। সত্যিই জীবন একটা দারুন গোলমেলে নোনা-স্বাদে ভরা দুরন্ত অভিজ্ঞতা। এই দুরন্ত অভিজ্ঞতার মাঝে ভালো একজন বন্ধু পাওয়া বড় কষ্টের। বাকিটুকু পড়ুন



