বিধাতা নাকি করে রেখেছেন স্বামী-স্ত্রী জোড়া,
তবে কেন একলা আমি আমার কপাল পোড়া।
ওগো তুমি কোথায় আছ ডাকো একটুখানি,
আমার জোড়া অন্যখানে ক্যাম্নে তাহা মানি?
আনবো তোমায় আমার ঘরে, রাখবো আমার কাছে,
প্রশ্ন, তোমায় ক্যাম্নে চিনি এত নারীর মাঝে?
আমার জোড়া আমার কাছে ফিরিয়ে দাও হে খোদা,
পাইনা তারে, দেয়না ধরা, খুঁজে বেড়াই সদা।
একবার এসে দেখ, আছি কেমন তোমায় ছাড়া,
বাঁচবো না আর এক মুহূর্ত যদি না দাও সাড়া।
আর থেকো না দূরে মোরে কষ্ট দিওনা আর,
তুমিহীনা আমি যেন গাভীহীন এক ষাঁড়।
দিশেহারা তোমায় আমি খুঁজে বেড়াই শুধু,
নারী দেখলেই প্রশ্ন জাগে, এই কি আমার বধু?
চেয়ে থাকি মুগ্ধ চোখে সেই নারীর পানে,
কাছে পাওয়ার বাসনা জাগে অজানা এক টানে।
বলবো কারে দুঃখের কথা, শোনারও কেহ নাই,
তোরা যে যা বলিস ভাই, আমার জোড়া মেলাতে চাই।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




