সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে,
অপমান,কটুক্তি আর বাধা বিপত্তিকে হটিয়ে।
সমালোচকদের মুখে চুনকালী মাখিয়ে,
পুরোণো প্রেমিকাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে।
স্নীগ্ধ আমি বিয়ের শীতল হাওয়াতে,
আশা করি সকলেই আসবেন দাওয়াতে।
আগামি ১০ ই জুলাই শনিবার, সন্ধ্যের পরে-
নিমন্ত্রন রইলো সকলের তরে।
জানি নারী ব্লগারদের চোখ ভিজে যাচ্ছে জলে,
কষ্ট হলেও চলে আসবেন বসুন্ধরা সিটি গ্র্যান্ড হলে।
পাহাড়ের কান্নার বিয়েতে উল্লাস করবেন মন খুলে,
মনে রাখবেন। দিন তারিখ যেনো না যান ভুলে।
চিন্তা যেনো করবেন না উপহার নিয়ে,
জীবনে প্রথমবার করতে যাচ্ছি বিয়ে।
উপহার ছাড়া বিয়ে! নিশ্চই ভাবছেন মনে,
বর আমি প্রস্তুত আছি, শুধু দরকার কনে।
সকলে মিলে একটি কনে, বড় কোন দাবি নয়,
কনে টা শুধু পেলেই এবার বিয়েটা আমার হয়।
সকলের তরে এ যে মোর ছোট এক আবদার,
কনে এনে ভাই এ যাত্রাতে, করো মোরে উদ্ধার।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




