কবিতা/ চেনা মেঘ চেনা বৃষ্টি

লিখেছেন শান্‌তা, ১১ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:০৯

ঝির ঝির বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা অবধি

সারা দিন শুধু বৃষ্টি

পদ্মা নদীর আকাশে যে মেঘ ছিল ঘন ছায়ার মত হয়ে

আজো সেই পুঞ্জীভূত মেঘ অজস্র জলরাশি হয়ে আমাকে কেবলই সিক্ত

করে কি পরম অনুরাগে এই পরবাসে।

কালিদাশের মেঘদূত যোজন মাইল ভেসে কখন যে

চলে আসে এই তুষাঢ়পাতের দেশে আমাকে খুঁজে নিতে। ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!