অন্তরালের অপ্রকাশিত দূর্নীতি আর কিছু বিক্ষিপ্ত কথা(গত কয়েকদিন ধরে মাথায় ঘুর ঘুর করছে)-

লিখেছেন আহমেদ তানিম, ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০০

১. মানবাধিকার সংগঠন- ওরা ক্রসফায়ার এর বিপক্ষে কথা বলে। কারণ-

ক্রসফায়ার হলে ঐ আসামির সব শেষ হয়ে যায়। আসামি-পালকের ঢাল তলোয়ার হ্রাস পায়। আসামির পক্ষে বা বিপক্ষে আর আইনি লড়াই করে কিছু টুপাইস রোজগার এর পথ বন্ধ হয়ে যায়। আসামিকে নিয়ে হয়তো কিছু রাজনীতিবিদ, কিছু মানবাধিকার সংগঠন আর কিছু আইনি সংগঠন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!