প্রতিদিন তোমার অবিন্যস্ত চুলে খেলা করে
বিকেলের অবিন্যস্ত মেঘমালা
তোমার ঠোঁটে ফুটে ওঠে কামনার রঙিন আবেদন
স্বাপ্নিক হয়ে ওঠে তোমার বুকের তিল
ওই একটি তিলের জন্য আমি সাজাতে পারি
নিশ্চিত ধ্বংসের সুবর্ণ-বাসর
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



