
আমি ও আমার স্ত্রীর বড় (জেঠাত) ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জনাব হারুণ ভাই বললেন, সব মুসলমান এককাতার(প্রসঙ্গতঃ আমার স্ত্রী আমার চাচাত বোন)। আমি বললাম বলেন কি ভাই? হুজুররা যে ৭৩ কাতার বলেন? -ভুল বলেন! -কেন হাদিসে যে আছে!-হাদিসে আছে উম্মত ৭৩ কাতার, মুসলমান ৭৩ কাতার এ কথা হাদিসে নেই।– উম্মত ও মুসলমান কি এক নয়?- উম্মত ও মুসলমান এক, এ কথাকি হাদিস বলেছে? যদি না বলে তবে আমরা কেন মুসলমানকে ৭৩ ভাগ করে এক ভাগকে জান্নাতে পাঠিয়ে ৭২ ভাগকে জাহান্নামে পাঠাই? আমাদের এমন বেশী বুঝার দরকার কি?-উম্মত ৭৩ কাতার তবে কিভাবে হিসেব করবেন?- মহানবি (সা.) বিশ্বনবি। তিনি বিশ্বের সব মানুষের নবি। সে হিসেবে বিশ্বের সব মানুষ তাঁর উম্মত। এরমধ্যে যারা তাঁকে নবি মানে তারা এককাতার আর যারা তাঁকে নবি মানেনা তারা ৭২ কাতার।–তিনি যে বনি ইসরাইলের ৭২ কাতারের কথা বলেছেন। -বনি ইসরাইল একটা গোত্র। আর তিনি এক গোত্রের নবি নন। এক গোত্রের নবি হলে তাঁর উম্মতকে কুরাইশি বলা হতো। কিন্তু তাঁর উম্মতকে কুরাইশি বলা হয়না। কাজেই তিনি সব মানুষের নবি।একগোত্র হিসেবে বনিইসরাইল ৭২ কাতার হয়েছে। পৃথিবীর সব মানুষ হিসেবে মহানবির (সা.) উম্মত ৭৩ কাতার হয়েছে।–তাহলে আপনি বলছেন কোন মুসলমান জাহান্নামে যাবেনা। - মুসলমান জাহান্নামে যাবে পাপের পাল্লা পূণ্যের পাল্লা থেকে ভারি হলে। এরপর শাস্তিভোগের পর তারা আবার জান্নাতে যাবে।সাকুল্লে কোন না কোন সময় সব মুসলমান জান্নাতে যাবে। কোন মুসলমান দায়েমী জাহান্নামী হবেনা।– আপনি শিউর? –হ্যাঁ, আমি শিউর।
এরপর আমি কোরআন ও হাদিস দিয়ে হারুণ ভাইয়ের কথা যাচাই করে তাঁর কথা সঠিক বুঝতে পেরেছি।সুতরাং উম্মত ৭৩ কাতার হলেও মুসলমান ৭৩ কাতার নয়, এ কথা সংগত।
আল্লাহ, কোরআন ও মহানবির দোষ (সা.)ধরা অহেতুক কাজ
বিঃদ্রঃ মহানবি (সা.) বলেছেন, ‘মানকালা লাইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা- যে লাইলাহা ইল্লাল্লাহ বলল সে যেন জান্নাতে প্রবেশ করলো’।তো সব মুসলমান লাইলাহা ইল্লল্লাহ বলে। কাজেই সব মুসলমান এক দিন না এক দিন অবশ্যই জান্নাতে যাবে।তারা দায়েমী জাহান্নামী নয়। কাজেই জান্নাতি হিসেবে সব মুসলমান এককাতার। আর ৭২ কাতার হলো যারা মুসলীম নয় তারা। এখন দেখা যাচ্ছে হাদিসের ভুল অর্থ করে অহেতুক মুসলমানদের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।
মহানবি (সা.) সম্পর্কে আল্লাহ বলেছেন,‘অমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন-নিশ্চয়ই আমরা আপনাকে জগতসমূহের রহমত ভিন্ন প্রেরণ করিনি’।তো জিনি জগত সমূহের রহমত সে জগত সমূহের মানুষে ও জিনেরা তাঁর উম্মত না হয় কেমন করে? কাজেই জগত সমূহের সবকালের সব মানুষ ও জিনেরা মূলত তাঁর উম্মত। হোক তারা ভিন গ্রহের। এ উম্মতদের মধ্যে যারা মহানবির (সা.) অনুসারী তারা তাঁর কথা অনুযায়ী জান্নাতি আর যারা তাঁর অনুসারী নয় তারা জান্নাতি নয়।কাজেই উম্মতকে মুসলমান বানিয়ে মুসলমানের ঝগড়া করা অর্থহীন।
# মুসলমানের অনৈক্যের ফুটা কি কিছুতেই বন্ধ হবার নয়? ৫০ ফুটা বন্ধ করে দেখি ১০০ ফুটা জল জল করছে। এতবেশী বুদ্ধিমান প্রাণী বোধ হয় পৃথিবীর আর কোথাও নেই!
# দেড়হাজার বছর ধরে তারা এদিক ওদিক ছুটাছুটি করছে। কেউ তাদেরকে এক দড়িতে বাঁধতে পারছেনা। কি বিস্ময়কর প্রাণী এরা!
# কিছু মুসলমানের ভাবখানা এমন যেন কি অন্য কেউ জান্নাতে গেলে তার জান্নাত বুঝি হাতছাড়া হয়ে গেল! এ গুলা জাহান্নামে গেলে তখন বুঝবে ঠেলা। আমি চাই আল্লাহ কোন প্রাণীকেই জাহান্নাম প্রদান না করুন। কারণ ওটা অত্যন্ত খারাপ জায়গা।
# কতিপয় লোক বুঝাতে চায় শুধু আলেমরাই ইসলাম নিয়ে কথা বলবে। অথচ ইসলামের সকল ফিরকাতেই আলেম রয়েছে। আর তাদের হিসেবে ৭২ ফিরকা আলেম জাহান্নামে যাবে। তো সে জাহান্নামী আলেমের এত গুরুত্ব দেওয়ার দরকার কি?
# কতিপয় লোকের কথা অনুযায়ী মনে হয় তারা জান্নাত ও জাহান্নামের ঠিকাদারী পেয়েছে। কাজেই তারা যাদেরকে জান্নাত দিবে তারা জান্নাত পাবে, আর তারা যাদেরকে জাহান্নাম দিবে তারা জাহান্নামে যেতে বাধ্য হবে। এরা হলো বিশ্বসেরা ফাজিল।
# কতিপয় লোকের কথা শুনলে মনে হয়, জান্নাত যেন তাদের পুকুরপাড়ের ছোট বাগানটা। যাতে অন্য কেউ ভাগ পেলে তাদের ভাগটা যেন ছোট হয়ে যাবে। আরে বাপু যার জান্নাত তাঁর ইচ্ছায় বন্টন হবে। তিনি জান্নাত বন্টন করতে তোমার সাথে পরামর্শ করবেন নাকি? এমনভাবে কথা বল যেন তোমার সাথে আলোচনা করেই আল্লাহ সব কাজ করেন!
# হাদিস কোরআনে আছে আম তারা বুঝে গাব। আর এ নিয়ে বেকুবগুলা বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টি করে। এদেরকে মানুষ আর কত সহ্য করবে?
# তারা ফিরকা সৃষ্টি করবে। তারা ফিতনা সৃষ্টি করবে। তারা মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করবে। এসব থামাতে হবে পুলিশকে। কিন্তু তাদের ফিরকা বিষয়ে নাকি কথা বলতে পারবে না পুলিশ!
# একজন বলল, সে ঘটনা স্বচোক্ষে দেখেছে।অন্যজন বলল এটা কি করে সম্ভব? তুমিতো ঘটনা স্থল থেকে হাজার মাইল দূরে!তখন সে বলল, সে ঘটনা স্বপ্নে দেখেছে। আর তাতে অসম্ভব সম্ভব হয়ে গেল। সেজন্য মন্তব্য করতে হয় ঘটনার সবটা শুনে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




