somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধার নিশ্চিতে নির্মাণ হচ্ছে পাঁচ হাজার ফ্ল্যাট

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে সারাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৩ লাখ। এর মধ্যে প্রায় দেড় লাখই ঢাকায় কর্মরত। চাকরিজীবীদের তুলনায় আবাসন সুবিধার পরিমাণ খুবই নগণ্য। আবার ক্ষেত্র ও স্থান বিশেষে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া হিসেবে দেয়া ভাতার পরিমাণ বাস্তব ভাড়ার তুলনায় অনেক কম। ফলে ওইসব চাকরিজীবী পরিবার নিয়ে রাজধানী বা বিভাগীয় শহরে বসবাস করতে পারেন না। নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের বেশিরভাগেরই আবাসন সুবিধা না থাকায় গ্রামে বাস করছেন। আবার মধ্যম শ্রেণির কর্মকর্তাদের অনেকেই সরকারের নির্ধারিত অঙ্কের চেয়েও বেশি বাড়ি ভাড়া দিয়ে সন্তান ও পরিবার নিয়ে শহরে বাস করছেন। প্রথম শ্রেণির কর্মকর্তাদের ক্ষেত্রেও দেয়া সরকারি আবাসন সুবিধা উল্লেখযোগ্য নয়। এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে চাকরিতে যোগদানের পাঁচ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যা চাকরিকালীন মাসিক ভাড়া থেকে সমন্বয়পূর্বক সহজ শর্তে হস্তান্তর করা হবে। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি চাকুরেদের সহজ শর্তে ও দীর্ঘমেয়াদি কিস্তিতে এসব প্লট-ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে সরকারি চাকরিজীবীদের জন্য প্রায় পাঁচ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ ফ্ল্যাটগুলো সংশ্লিষ্টদের আগামী ২০১৯ সালের মধ্যে হস্তান্তর করা হবে। সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা দিতে সারাদেশে প্রায় পাঁচ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে সরকার। এর মাধ্যমে আবাসন সুবিধা নিশ্চিত হবে ৪০ শতাংশ সরকারি চাকরিজীবীর। এর পরও আবাসন সুবিধার বাইরে থাকতে হবে ৬০ শতাংশ সরকারি চাকরিজীবীকে। সব শ্রেণির কর্মচারীদের জন্য যেসব এলাকায় আবাসিক ফ্ল্যাট নির্মিত হচ্ছে তার মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের জন্য শেরেবাংলা নগরে বহুতল বিশিষ্ট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৮টি ১৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের কাজ ৯৮ শতাংশ সমাপ্ত হয়েছে। শিগগিরই প্রকল্পটি হস্তান্তর করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ২০ তলা ভবন নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে মোট ফ্ল্যাট ৭৬টি। ঢাকার আজিমপুরে সরকারি কলোনিতে বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় ছয়টি ২০ তলা ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা ১ হাজার ১০৪টি। মতিঝিলে সরকারি কলোনিতে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৪টি ২০তলা ভবন নির্মাণের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। ছয়শ’ বর্গফুট ৪টি ভবনে ফ্ল্যাট থাকছে ৫৩২টি। মিরপুরে ৬নং সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ হাজার ৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ঢাকার মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬০৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, মিরপুর ৬নং সেকশনে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় চারটি ১৩তলা ভবন নির্মাণ করা হবে। বেইলি রোডে মন্ত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ৬তলা ভবন নির্মিত হবে। এখানে পাঁচ হাজার ছয়শ’ ৩৩ বর্গফুটের ১০টি ফ্ল্যাট হবে। ইস্কাটনে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তাদের জন্য তিনটি ২০-তলা ভবন নির্মাণের কাজ চলছে। এ প্রকল্পে ফ্ল্যাট থাকছে ১১৪টি। ৬ দশমিক ৮৭ বিঘা জমির ওপর বাস্তবায়নাধীন এ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা। ভবনগুলোর প্রতিটিতে ফ্ল্যাট থাকছে ৩৮টি করে। প্রত্যেক ফ্ল্যাটের আয়তন হবে ৩ হাজার ৪৮৯ বর্গফুট। ভবনগুলোয় পৃথক সুইমিং পুল, ফিটনেস সেন্টার, লনটেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, হাঁটার পথ, ১৮১টি কার পার্কিংসহ নানা সুযোগ-সুবিধা থাকবে। এ ছাড়া মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বর্তমানে সারাদেশে বসবাসরত সরকারি চাকরিজীবীদের মাত্র ৮ শতাংশ সরকারি আবাসন সুবিধা পেয়ে থাকেন। আগামী তিন বছরের মধ্যে ৪০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারি আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×